• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পিক আপ ভ্যানের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

ঘটনার পর পরই ‘ঘাতক’ পিক আপ ভ্যানটি এলাকা ছেড়ে পালায়। দুর্ঘটনাস্থলের আশপাশে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

প্রতীকী চিত্র

বাইক এবং পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই খুড়তুতো ভাইয়ের। সোমবার সাতসকালে বাঁকুড়ার তালডাংরা থানা এলাকার খালগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাইকা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম – রহমতুল্লা মণ্ডল (৩৮) ও নিয়ামততুল্লা মণ্ডল (৩২)। তাঁরা ওন্দার পুনিশোল-আসনবণি গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনার পর ‘ঘাতক’ পিক আপ ভ্যানটি এলাকা ছেড়ে পালিয়ে যায়। দুর্ঘটনাস্থলের আশপাশে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দুই ভাই কাঠের কাজ করার জন্য বাইকে চেপে রতনপুর-হাড়মাসড়া রাস্তা ধরে বিবড়দার দিকে যাচ্ছিলেন। সেই সময়ে তালডাংরার পাইকা গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানের সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে মাটিতে লুটিয়ে পড়েন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত দুই বাইক আরোহীকে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

সেখানকার চিকিৎসক রহমতুল্লা মণ্ডল ও নিয়ামততুল্লা মণ্ডলকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পিক ভ্যানটির খোঁজ চালানো হচ্ছে। সম্ভবত বেপরোয়া গতির কারণেই পিক আপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারান বলে মনে করা হচ্ছে।

Advertisement

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রাস্তার ধার দিয়ে ধীর গতিতেই যাচ্ছিল বাইক। স্বাভাবিক গতিতেই ছিল। কিন্তু উল্টোদিক থেকে আসা পিকআপ ভ্যানটির গতিবেগই বেশি ছিল। হঠাৎ সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।’ এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে রতনপুর-হাড়মাসড়া রোডের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। স্থানীয়দের অভিযোগ, এই রোডে দ্রুতগতির গাড়ির চলাচল অনেক বেশি, অথচ নিয়ন্ত্রণ বলতে কিছু নেই। নেই ট্র্যাফিক নজরদারি।

Advertisement