• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ’, জনতাকে কৃতজ্ঞতা মমতার

এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন।

কালীগঞ্জ উপনির্বাচনে প্রায় ৫০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। তাঁর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষার। আর এবার এক্স হ্যান্ডলে পোস্ট করে ভোটারদের কৃতজ্ঞতা জানালেন তৃণমূল সুপ্রিমো।

এক্স হ্যান্ডলে মমতা লেখেন, ‘কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।’

Advertisement

কমিশন সূত্রে খবর, মোট ২৩ রাউন্ড গণনা হবে কালীগঞ্জে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনাকেন্দ্রের দু’টি ঘরে ১৬টি টেবিলে চলবে সমগ্র গণনা প্রক্রিয়া। তবে রাউন্ডের সংখ্যা কিছুটা বাড়ায়, দুপুরের মধ্যেই ফলাফল স্পষ্ট হয়ে যাবে বলে আশাবাদী কমিশন। বৃষ্টি মাথায় নিয়েই দিনভর ভোটগ্রহণ চলে (সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা) কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে। বৃহস্পতিবারের উপনির্বাচনে ভোট পড়েছে ৭২.৫০ শতাংশ।

Advertisement

তৃণমূলের বিধায়ক নাসিরুদ্দিন (লাল) আহমেদের মৃত্যুতে নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর চার মাস বিধায়কহীন রয়েছে কালীগঞ্জ। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ২০১১ ও ২০২১ সালে জয়ী হয়েছিলেন নাসিরুদ্দিন।

কালীগঞ্জ ছাড়াও গত বৃহস্পতিবার উপনির্বাচন হয়েছে গুজরাটের ভিসাভাদর এবং‌ কড়ী বিধানসভা কেন্দ্রে। একই দিনে উপনির্বাচন হয়েছে পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলাম্বুর বিধানসভা কেন্দ্রে। পাঁচটি কেন্দ্রেরই ফলপ্রকাশ হতে চলেছে আজ।

Advertisement