• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিধানসভায় ‘অসংসদীয় আচরণ’, কার্যবিবরণী থেকে বিজেপির বক্তব্য বাদ দিলেন স্পিকার

বিরোধী দলের লোকজনকে অনুরোধ করি, যাবেন না। মন্ত্রী উত্তর দেবেন। আমার অনুরোধে গুরুত্ব না-দিয়ে ওঁরা বেরিয়ে গেলেন। এটা সংসদীয় সৌজন্য লঙ্ঘন করে।

বিধানসভা অধিবেশনে ফের ‘অসংসদীয় আচরণ’ বিরোধী দল বিজেপির। ফলে কার্যবিবরণী থেকে বিজেপির বক্তব্য বাদ দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শাসক-বিরোধী সংঘাত শুরু হল। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের জবাবি ভাষণের মাঝেই ওয়াকআউট করে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়করা।

কার্যত সেলস ট‍্যাক্স আলোচনায় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমার জবাবি ভাষণ শুনলেনই না তাঁরা। তার জেরে তাঁদের বক্তব্য বিবরণী থেকে বাদ দিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিরোধী দলের লোকজনকে অনুরোধ করি, যাবেন না। মন্ত্রী উত্তর দেবেন। আমার অনুরোধে গুরুত্ব না-দিয়ে ওঁরা বেরিয়ে গেলেন। এটা সংসদীয় সৌজন্য লঙ্ঘন করে। বিধানসভা চলাকালীন যখন মন্ত্রী উত্তর দিচ্ছেন, তখন চলে যাওয়া শোভন নয়।’

Advertisement

এর পরেই স্পিকার নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি, ওঁদের যে বক্তব্য, তা রেকর্ডে যাবে না। এ রকম আচরণ দেখেছেন কোনও বিধানসভা বা লোকসভায়?’

Advertisement

তিনি আরও জানিয়েছেন, বিরোধীদের বাদ দিয়ে হাউস চালানো তিনি পছন্দ করেন না। কিন্তু বিরোধীদের এই আচরণ তাঁর চেয়ারকে অবমাননা করেছে। বিমান বলেন, ‘আবার এই আচরণ করলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বিরোধীদের ৫০ শতাংশ সময় দেওয়া হয়। বিরোধীদের ৬৫-৭০ শতাংশ প্রশ্ন করার সুযোগ করে দিই। তার পরেও তাঁরা অসংসদীয় আচরণ করলেন।’

Advertisement