ইরান-ইজরায়েল সংঘাতে ক্রমশই জটিল হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। আর এই সংঘাতের জেরেই জি-৭ সম্মেলনের সফরসূচি কাটছাঁট করে একদিন আগেই দেশে ফিরে যান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘর্ষ মঙ্গলবার পঞ্চম দিনে পড়েছে। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণেই জি-৭ সম্মেলনের সূচি সম্পূর্ণ না-করে ফিরতে হচ্ছে ট্রাম্পকে। আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও ওয়াশিংটনে ফিরেছেন বলে খবর। হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। তেহরানের নাগরিকদেরও অবিলম্বে শহর ছাড়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সংবাদমাধ্যম সূত্রে খবর, যত দ্রুত সম্ভব ইরানের সঙ্গে বৈঠকে বসার প্রচেষ্টা শুরু করতে আমেরিকার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
জি-৭ বৈঠকের সূচিতে ট্রাম্প কাটছাঁট করার খবর প্রকাশ্যে আসার কিছু আগেই নিজের সমাজমাধ্যম হ্যান্ডলে আমেরিকার প্রেসিডেন্ট একটি পোস্ট করেন। সেখানে তেহরান থেকে সকলকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেন তিনি। যদিও এর কোনও কারণ ওই পোস্টে উল্লেখ করেননি। পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি যে চুক্তিতে ইরানকে সই করতে বলেছিলাম, তা ইরানের করা উচিত ছিল। লজ্জার বিষয়, মানুষের জীবন কী ভাবে নষ্ট হচ্ছে! সহজ ভাষায় বলতে গেলে, ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না। আমি বার বার বলেছি! প্রত্যেকের অবিলম্বে তেহরান থেকে সরে যাওয়া উচিত!’ মঙ্গলবার ট্রাম্পের এই বার্তার পরই আশঙ্কা বেড়েছে, তবে কি এবার আরও বড় কোনও হামলার পরিকল্পনা করতে চলেছে ইজরায়েল?
Advertisement
জি-৭ সম্মেলনেও ট্রাম্প জানান, তাঁকে যত দ্রুত সম্ভব ওয়াশিংটনে ফিরতে হবে। এটা খুবই জরুরি। ট্রাম্পের বক্তব্য, ইজরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ থামানোর থেকেও বড় কিছু করতে চলেছেন তিনি। তবে কী পদক্ষেপ, তা তিনি স্পষ্ট করেননি। তাঁর পদক্ষেপের দিকে সকলকে নজর রাখার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। ফলে কী উদ্দেশ্য নিয়ে ট্রাম্প সফরসূচিতে কাটছাঁট করে আমেরিকায় ফিরছেন, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জন্যই তিনি আমেরিকায় ফিরছেন।
Advertisement
তবে ট্রাম্পের দাবি, তাঁর সফরসূচি কাটছাঁট করার কারণ নিয়ে ভুল ব্যাখ্যা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। ইজরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষবিরতির জন্য ট্রাম্প ওয়াশিংটনে ফিরছেন— মাক্রোঁ এমনটাই বলছেন বলে দাবি করেন ট্রাম্পের। এই নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের উপর অসন্তুষ্ট তিনি। নিজের সমাজ মাধ্যম প্লাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, ‘পাবলিসিটি খোঁজার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভুল করে বলেছেন যে আমি জি-৭ সামিট ছেড়ে ওয়াশিংটন ফিরে যাচ্ছি যুদ্ধবিরতির জন্য। ভুল! তাঁর কোনও ধারণা নেই কেন আমি ফিরছি। এটা যুদ্ধবিরতির চেয়েও বড় কিছু। ইমানুয়েল সবসময়ই ভুল বোঝে। চোখ রাখুন সামনে কী হয়।’
গত শুক্রবার ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইজরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক কেন্দ্রের উপর হামলা চালায় এবং ইরানের একাধিক শীর্ষ সেনা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।
Advertisement



