• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে পোশাকের নকশায় সত্যজিৎ রায়কে অভিনব স্মরণ ডাঃ পিয়ালি রায়ের

রেড কার্পেটে নজর কাড়লেন ডাক্তার ও ফ্যাশন ডিজাইনার পিয়ালি রায়। পরনের লাল গাউন জুড়ে ছিল সত্যজিৎ রায়ের সৃষ্টি করা সিনেমার পোস্টারের ছবি।

মিসেস ইন্ডিয়া ইউএসএ ইউনিভার্স ২০২৪ ডাঃ পিয়ালি রায়, ৭৮ তম কান ফেস্টিভ্যালে নজর কাড়লেন তাঁর উদ্ভাবন নিয়ে। কী সেই নজরকাড়া জিনিস? বিশ্ববরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সৃষ্টি দিয়েই সেই কিংবদন্তি শিল্পীকে স্মরণ করলেন পিয়ালি রায়। এই বছর ছিল সত্যজিৎ রায় পরিচালিত শর্মিলা ঠাকুর, সিমি গারেওয়াল অভিনীত ছবি ‘অরণ্যের দিনরাত্রি’ এর বিশেষ স্ক্রিনিং।

ছবি দেখানোর শেষে উপস্থিত দর্শক মন্ডলী উঠে দাঁড়িয়ে সম্মান জানান ছবির দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর, সিমি গারেওয়ালকে। অন্যদিকে রেড কার্পেটে নজর কাড়লেন ডাক্তার ও ফ্যাশন ডিজাইনার পিয়ালি রায়। পরনের লাল গাউন জুড়ে ছিল সত্যজিৎ রায়ের সৃষ্টি করা সিনেমার পোস্টারের ছবি।

Advertisement

সত্যজিৎ নিজের ছবি তৈরির বিভিন্ন বিষয়ের সঙ্গের তাঁর পাবলিসিটি মেটেরিয়ালগুলো, যেমন – পোস্টার, ক্যালিগ্রাফি এগুলোর দিকেও বিশেষ নজর দিতেন। বিজ্ঞাপন সংস্থায় ডিজাইনার হিসেবে কাজ করতেন। শান্তিনিকেতনের কলা ভবনের ছাত্র ছিলেন। বিজ্ঞাপনের ছবি আঁকতেন তাই নিজের ছবির প্রচারপত্র নিজেই ডিজাইন করতেন। এই অলংঙ্করণই ফুটে উঠল লাল গাউনে। কান ফিল্ম ফেস্টিভ্যাল এর রেড কার্পেটে নজর কাড়লেন ডাঃ পিয়ালি রায়।

Advertisement

তিনি জানিয়েছেন, ‘ভারতীয় সংস্কৃতি স্বকীয়তাকে বিশ্বের দরবারে যে কজন নিয়ে গিয়েছিলেন, তাঁদের মধ্যে সত্যজিৎ রায় অন্যতম। একজন ডিজাইনার হিসেবে এমন এক চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম শিল্পীকে সম্মান জানাতে পেরে আমি খুবই গর্বিত।’

Advertisement