• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারতের ভোটার তালিকা থেকে বাদ পড়ল নিউটনের নাম

ভারতের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের নাগরিক নিউটন দাসের নাম। তিনি কাকদ্বীপের বাসিন্দা ছিলেন।

ভারতের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের নাগরিক নিউটন দাসের নাম। তিনি কাকদ্বীপের বাসিন্দা ছিলেন। সম্প্রতি একটি ভাইরাল ছবি থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ছিলেন নিউটন দাস৷ এরপর জানা যায় তিনি ভারত ও বাংলাদেশ দুই দেশেরই নাগরিক। দুই দেশের ভোটার তালিকাতেই তাঁর নাম রয়েছে। তাঁর দাদা তপন দাস বিষয়টি নিশ্চিত করেছেন। এ বার নিউটনের নাম ভারতের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

নিউটনের ছবি ভাইরাল হওয়ার পর তাঁর সম্পর্কে বিস্তারিত রিপোর্ট তলব করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেই রিপোর্ট দক্ষিণ ২৪ পরগনা নির্বাচন দপ্তরে জমা করেন কাকদ্বীপ মহকুমা শাসক। প্রাথমিক পর্যয়ে সেই রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি কমিশন। পরে একটি বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়। সেই দ্বিতীয় রিপোর্টের ভিত্তিতেই কাগদ্বীপের বাসিন্দা নিউটন দাসের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন ৷

Advertisement

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ করেছেন। তাঁর দাবি, ভিন রাজ্য থেকে অনেককে ঢুকিয়ে ভোটার লিস্টে নাম তোলানোর ব্যবস্থা করছে বিজেপি। আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনাতে কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। কারণ সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকে বিএসএফ। আর বিএসএফ কেন্দ্রীয় সরকারের অধীনে। নিউটন দাসকে নিয়েও সম্প্রতি রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি। অভিযোগ উঠেছিল নিউটনের তৃণমূল–ঘনিষ্ঠতার। কিন্তু সেই সব অভিযোগকে নস্যাৎ করে কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস।

Advertisement

Advertisement