• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হাসপাতাল থেকে ফেরার পরেই সদ্যোজাতর মৃত্যু

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেই মৃত্যু হল এক সদ্যোজাতর। চাঞ্চক্যকর এই ঘটনাটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেই মৃত্যু হল এক সদ্যোজাতর। চাঞ্চক্যকর এই ঘটনাটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ভদ্রেশ্বর এলাকার। মঙ্গলবার প্রসব যন্ত্রণা নিয়ে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি হন ওই এলাকার বাসিন্দা সুনীতা রায়। কিছুক্ষণ পরেই একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। জন্মের পর থেকেই শিশুটি অসুস্থ ছিল। পরিবারের অভিযোগ, কর্তব্যরত নার্স ও ডাক্তার শিশুটির প্রতি নজর দেননি। বৃহস্পতিবার বিকেলে মা ও শিশুকে ছুটি দিয়ে দেওয়া হয়। বাড়ি নিয়ে যাওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের সদস্যরা শিশুটিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি।

এরপরেই মৃত শিশুটিকে নিয়ে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে চলে আসেন সুনীতার পরিবারের সদস্যরা। সেখানে হাসপাতালের ইমারজেন্সি গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান তাঁরা। রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরিবারের অভিযোগ, ডাক্তার এবং সিস্টার, কেউই শিশুটির প্রতি নজর দেননি। কর্তব্যরত ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে পরিবার। মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত বলেন, ‘যদি কেউ দোষ করে থাকেন, তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’ অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, শিশুটির পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement