• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কর্ণাটক ক্রিকেট সংস্থার সচিব ও কোষাধ্যক্ষের পদত্যাগ

বেঙ্গালুরু পদপিষ্ট কাণ্ডে

প্রতিনিধিত্বমূলক চিত্র

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় উৎসবে পদপিষ্টের ঘটনার পরিপ্রেক্ষিতে কর্ণাটক ক্রিকেট সংস্থার দুই শীর্ষ কর্মকর্তা দায়িত্ব থেকে সরে গেলেন। এখানে উল্লেখ করা যেতে পারে ওই পদপিষ্টের ঘটনায় ১১ জন ক্রিকেট ভক্ত প্রাণ হারান। আর প্রায় ৫০ জন আহত হয়েছিলেন। এই ঘটনার পরেই কেএসসি-র সচিব এ শঙ্কর এবং কোষাধ্যক্ষ ই জয়রাম ইস্তফা দিয়েছেন। গত ৩ জুন আহমেদাবাদে আইপিএল ক্রিকেটের ফাইনানে বেঙ্গালুরু দল চ্যাম্পিয়ন হয় পাঞ্জাব কিংসকে হারিয়ে। দীর্ঘ ১৭ বছর বাদে এই প্রতিযোগিতায় প্রথম খেতাব জয়ের সাফল্য পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই খেতাবজয়ী খেলোয়াড়দের বিজয় উৎসবে সামিল করার জন্য বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল এখানে। সেই অনুষ্ঠানে হাজির থাকার জন্য প্রায় লক্ষাধিক সমর্থক স্টেডিয়ামের সামনে হাজির হয়েছিলেন। স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়ে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। কিন্তু পুলিশ ওই সমর্থকদের সামাল দেওয়ার মতো কোনও ব্যবস্থাই নিতে পারেনি। তাই পদপিষ্টে হারাতে হয় ১১ জন ক্রিকেটপ্রেমীকে।

এই ভয়াবহ ঘটনার পরেই সারা দেশজুড়ে সমালোচনায় মুখর হয়ে ওঠেন প্রত্যেকেই। কেন এই ধরনের উৎসব আয়োজন করা হয়েছিল কোনও পরিকল্পনা ছাড়াই? যদি কর্নাটক সরকার এবং ক্রিকেট সংস্থা আগাম ব্যবস্থা নিত, সেক্ষেত্রে এই ভয়ানক দুর্ঘটনার সামনে পড়তে হত না। অবশ্য বলা হয়েছিল, এই উৎসবের আয়োজনে কর্নাটক ক্রিকেট সংস্থার কোনও ভূমিকা ছিল না। পুলিশের পক্ষ থেকে আরসিবি ক্রিকেট সংস্থার সভাপতি রঘুরাম ভাট এবং আয়োজক সংস্থার বিরুদ্ধে মামলা করে।

Advertisement

এদিকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে বোর্ডের হস্তক্ষেপ করতেই হবে। আমরা নীরব দর্শক হয়ে বসে থাকতে পারি না। এটা ঠিক হয়তো আরসিবি’র ব্যক্তিগত উদযাপন কিন্তু ভারতের ক্রিকেটের দায়িত্ব আমাদের হাতে। তাই ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে হবে। সেই জন্য জয় উদযাপন নিয়ে আলাদা একটা গাইডলাইন তৈরি করার প্রয়োজন অনুভব করা গেছে। আইন এনে ওই জয় উদযাপন করতে গিয়ে ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা যাতে আর না ঘটে। যে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে, তা মেনে নেওয়া সম্ভব নয়। ইতিমধ্যেই কর্নাটক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আরও বেশকিছু অভিযোগ জমা পড়েছে, কিন্তু এফআইআর দায়ের করা হবে না। বর্তমানে এই ঘটনা চলমান তদন্তের মধ্যে রয়েছে। সেই কারণে পুরো বিষয়টি সমীক্ষা করার পরে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া হবে।

Advertisement

Advertisement