• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নবান্নের সামনে টোটোর ধাক্কায় সিভিক ভলান্টিয়ারের মৃত্যু

টোটোর ধাক্কায় মৃত্যু হল এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। পুলিশ জানিয়েছে, ওই মহিলা সিভিক ভলান্টিয়ারের নাম নুপূর চট্টোপাধ্যায়।

প্রতীকী চিত্র

টোটোর ধাক্কায় মৃত্যু হল এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। পুলিশ জানিয়েছে, ওই সিভিক ভলান্টিয়ারের নাম নুপূর চট্টোপাধ্যায়। তাঁর বয়স ৫২ বছর। রাস্তা পারাপারের সময় টোটোর সঙ্গে ধাক্কা লেগেছিল ওই মহিলার। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার দুপুরের এই ঘটনায় টোটোচালক সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সিভিক ভলান্টিয়ার ডিউটি সেরে ফিরছিলেন। মন্দিরতলার কাছে ব্রিজের নীচ দিয়ে ফেরার সময়ই এই দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে আসা একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে বাঁদিক থেকে ডানদিকে ঘুরে যায়। সেই সময়ই রাস্তা পার  হচ্ছিলেন নুপূরদেবী। টোটোর ধাক্কায় ছিটকে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।

Advertisement

চিকিৎসকেরা ওই সিভিক ভলান্টিয়ারকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দ্রুত গতিতে আসছিল ওই টোটো। বেপরোয়া গতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেপরোয়া টোটো নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শনিবারের দুর্ঘটনায় সেই ক্ষোভ আরও তীব্র হয়। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় টোটোর অনিয়ন্ত্রিত গতির উপর নজরদারি আরও বাড়ানো হবে।

Advertisement

Advertisement