• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অবৈধভাবে ভারতে প্রবেশ, গ্রেপ্তার ৪ বাংলাদেশি

নদিয়ার রানাঘাট পুলিশ জেলার ধানতলা থানা এলাকা থেকে ৩ জন ও তাহেরপুর থানা এলাকা থেকে ১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফের গ্রেপ্তার বাংলাদেশি। এবার পুলিশের জালে ৪ বাংলাদেশি। নদিয়ার রানাঘাট পুলিশ জেলার ধানতলা থানা এলাকা থেকে ৩ জন ও তাহেরপুর থানা এলাকা থেকে একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্র মারফত খবর পেয়ে ধানতলা থানা এলাকার দত্তফুলিয়া গ্রাম পঞ্চায়েতের মানসহাটি থেকে ৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত বাংলাদেশিদের নাম – রিয়াজ শেখ, তামিম শেখ ও ইমামুল মোল্লা।

পুলিশ সূত্রে আরও খবর, ধৃতরা বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা। ৬ বছর আগে ভারতীয় দালালের সহযোগিতায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর ৩ জন আহমেদাবাদে চলে যায়। বুধবার ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। সেই সময় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

Advertisement

অন্যদিকে, তাহেরপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম – সুব্রত মণ্ডল। তাঁর বাড়ি বাংলাদেশের রাজবাড়ি জেলায়। অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। বুধবার কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সুব্রত। সেই সময় রাধানগর খালপাড়া সীমান্তবর্তী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে তাহেরপুর থানার পুলিশ।

Advertisement

Advertisement