গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। সেই জঙ্গিদের চিহ্নিত করা গেলেও এখনও তারা অধরা। পহেলগামের সেই ঘটনা শুধু নিরাপত্তাই নয়, কাশ্মীরে পর্যটনের ক্ষেত্রে যে আস্থার ভিত গত কয়েক বছরে গড়ে উঠেছিল তাও চুরমার করে দিয়েছে। পর্যটকদের মধ্যে সেই আস্থা ফেরাতেই সাহসী পদক্ষেপ কাশ্মীরের মুখ্যমন্ত্রীর।
সরকারি সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবারের বৈঠকে পহেলগামের স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন। পর্যটন পুনরুজ্জীবনের ক্ষেত্রে কী কী করণীয় তার পাশাপাশি বিভিন্ন সমস্যাগুলিও চিহ্নিত করা হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ওমর আবদুল্লার এই পদক্ষেপের মাধ্যমে দুই ধরনের বার্তা দেওয়া হচ্ছে— এক, দেশ-বিদেশের পর্যটকদের উদ্দেশে বার্তা, কাশ্মীর নিরাপদ এবং তারা ফিরে আসতে পারেন। এবং দুই, স্থানীয় মানুষকে আশ্বস্ত করা, যাতে তারা আবার পর্যটন ব্যবসার পুনর্জন্ম ঘটাতে পারেন।
ওমর বিশ্বাস করেন যে সরকারের পক্ষ থেকে এই প্রচেষ্টা জনসাধারণের ভয়কে উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে, নিরাপত্তা ও আস্থা জাগিয়ে তুলবে। কাশ্মীর উপত্যকায় পর্যটন আবার তার স্বাভাবিক পথে চলবে। পাশাপাশি অর্থনীতিও আবার চাঙ্গা হবে।