• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

অ্যাপ ক্যাবের ‘বেপরোয়া’ গতির বলি বাইকচালক

সাতসকালে পথ দুর্ঘটনা কলকাতার টি বোর্ড এলাকায়। 'বেপরোয়া' অ্যাপ ক্যাবের ধাক্কায় প্রাণ হারালেন এক বাইকচালক। আহত বেশ কয়েকজন।

প্রতীকী চিত্র

সাতসকালে পথ দুর্ঘটনা কলকাতার টি বোর্ড এলাকায়। ‘বেপরোয়া’ অ্যাপ ক্যাবের ধাক্কায় প্রাণ হারালেন এক বাইকচালক। আহত হয়েছেন ঘাতক গাড়ির চালক ও দুই যাত্রী। ঘাতক অ্যাপ ক্যাবটিকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার সকালে হাওড়া থেকে কলকাতার দিকে আসছিল একটি বাইক। টি বোর্ড এলাকায় একটি অ্যাপ ক্যাব বাইকটির পিছনে সজোরে ধাক্কা পারে। বাইক থেকে ছিটকে পড়েন চালক। ঘাতক গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গতিতে চলছিল ক্যাবটি। সম্ভবত সেই কারণেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গুরুতর জখম অবস্থায় বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা বাইকচালককে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

এর আগে মার্চ মাসে বেহালা থেকে বিমানবন্দরে যাওয়ার পথে ইস্টার্ন বাইপাসে সিগন্যালে দাঁড়িয়ে থাকা অ্যাপ ক্যাবে সজোরে ধাক্কা মারে ব্রেক ফেল করা গাড়ি। জানুয়ারি মাসে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় একটি অ্যাপ ক্যাব। দুটি দুর্ঘটনাটেই চালক সহ বেশ কয়েকজন যাত্রী জখম হন।

Advertisement