• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

বিকাশের দ্বারস্থ হয়েও হতাশ চাকরিহারারা এবার ভারতের সংসদের স্মরণাপন্ন

যোগ্য অযোগ্যদের তালিকা নিয়েও মুখ খোলেন বিকাশ বাবু। তিনি বলেন, যোগ্য-অযোগ্যদের তালিকায় যে ৭ হাজার ২৫০ জনের কথা বলা হচ্ছে, সেই সংখ্যাটা ঠিক নয়।

২০১৬ সালের এসএসসি নিয়োগপ্রক্রিয়ায় যোগ দেওয়া চাকরিহারা শিক্ষকরা এবার সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দ্বারস্থ হলেন। কলকাতা হাইকোর্টের  নির্দেশ মেনে শনিবার আন্দোলনকারীরা বিকাশ ভবনের সামনে থেকে বিক্ষোভ সরিয়ে নিতে উদ্যোগী হলেও তাঁদের চাকরি ফিরে পাওয়ার আন্দোলন যে থামবে না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।  বিকাশ বাবু তাঁদের সাফ জানিয়েছেন, যতই আন্দোলন হোক না কেন, তাঁরা চাকরি ফিরে পাবেন না। তিনি রাজ্য সরকারকে নিশানা করে বলেন, রিভিউ পিটিশন করেও কোনও লাভ হবে না। সরকার চাকরিহারাদের ভুল বোঝাচ্ছে। এরপরই চাকরিহারা শিক্ষকরা পরীক্ষায় না বসে সরাসরি ভারতের সংসদের স্মরণাপন্ন হতে চলেছেন। এজন্য সমস্ত সাংসদদের চিঠি দেওয়ারও চিন্তাভাবনা শুরু করেছেন।

প্রসঙ্গত আন্দোলনরত চাকরিহারারা শনিবার সকালে দেখা করতে গিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। চাকরিহারাদের ১০ জনের একটি প্রতিনিধি দল বিকাশ ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন।  সাক্ষাৎকারে বিকাশবাবু তাঁদের স্পষ্ট জানিয়ে দেন, ‘আপনারা কেউ চাকরি ফিরে পাবেন না। আপনাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে, তার জন্য তৈরি হোন।’

Advertisement

এদিন যোগ্য অযোগ্যদের তালিকা নিয়েও মুখ খোলেন বিকাশ বাবু। তিনি বলেন, যোগ্য-অযোগ্যদের তালিকায় যে ৭ হাজার ২৫০ জনের কথা বলা হচ্ছে, সেই সংখ্যাটা ঠিক নয়। তাঁর দাবি, এই অযোগ্যের তালিকায় আরও বেশ কয়েকজন রয়েছে। ফলে সব মিলিয়ে শনিবার বিকাশের বাড়ি থেকে চাকরিহারাদের নিরাশ হয়েই ফিরতে হয়েছে।

Advertisement

যদিও বিকাশ বাবুর বার্তা পেয়েও চাকরিহারারা হাল ছাড়তে রাজি নন। তাঁরা বিষয়টি সংসদে তোলার চেষ্টায় আছেন। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারা শিক্ষকরা জানান, তাঁদের বিষয়টি যাতে সংসদে তোলা যায়, সেজন্য সমস্ত সাংসদদের সমস্যার কথা জানিয়ে চিঠি দেবেন। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী সোমবারের মধ্যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কথা বলতে হবে। চাকরিহারারা বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গেও আলোচনা করতে চান। কোনও সদুত্তর না পেলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Advertisement