মোহনবাগান ক্লাবের জয়ের তরী যেভাবে এগিয়ে চলেছে, তা ভাবা যায় না। শুধু ফুটবলেই সাফল্য নয়, হকিতেও চ্যাম্পিয়ন হয়ে সবার নজর কেড়ে নিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের পরে মোহনবাগান আইএসএল ফুটবলে লিগ-শিল্ড ও কাপ জেতার কৃতিত্ব দেখিয়েছে। আর এবার জে সি মুখার্জি টি-টোয়েন্টি ক্রিকেটে মোহনবাগান বাজিমাত করল। শুক্রবার ইডেন উদ্যানে জে সি মুখার্জি টি-টোয়েন্টি ক্রিকেট ফাইনালে মোহনবাগানের দাপটের কাছ কালীঘাট ক্লাব ছন্নছাড়া হয়ে গেল। মোহনবাগান ৪ উইকেটে জয় তুলে নিয়েছে কালীঘাট ক্লাবের বিরুদ্ধে। স্বাভাবিকভাবে বলতে দ্বিধা নেই, ক্লাবের নির্বাচনের আগে সবুজ-মেরুন ব্রিগেডের সাফল্যকে অবশ্যই শাসক গোষ্ঠী হাতিয়ার করতে পারে।
এদিন ইডেন উদ্যানে মোহনবাগানকে সমর্থন করতে গ্যালারিতে প্রচুর দর্শক দেখতে পাওয়া যায়। প্রথমে খেলতে নেমে নির্দিষ্ট ওভারে সাত উইকেট হারিয়ে কালীঘাট ১৭৯ রান করে। কালীঘাটের সায়ন শেখর মণ্ডল ৬২ রান করেছে ৪১টি বল করে। শুভম চ্যাটার্জি ২৬ বলে অর্ধ শতরান করার পর প্যাভিলিয়নে ফেরত যান। অরুণ চাপরানা ১১ বলে ২১ রান করেন। মোহনবাগানের প্রদীপ কুমার তিনটি উইকেট পান ৩০ রানের বিনিময়ে। কালীঘাটের ১৭৯ রানের জবাবে মোহনবাগান খেলতে নেমে ১৯ ওভারে ১৮২ রান করে জয় তুলে নেয়। দলের সুদীপকুমার ঘরামি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেন জয়ের লক্ষ্যে। তাঁর দুরন্ত ব্যাটিংয়ে সবাইকে অবাক করে দিয়েছে। মাত্র ২৮ বল খেলে তিনি ৬২ রান করেন। সুদীপের পাশে শুভঙ্কর বল বেশ ভালো ব্যাট করেন।
Advertisement
তিনি ১৬ বলে ৩১ রান করে নটআউট থাকেন। গীতাংশ খেরা মাত্র ২৩ বলে ৩৯ রান করেন। স্বাভাবিকভাবেই মোহনবাগানের ব্যাটসম্যানরা জয়ের লক্ষ্যে বড় ভূমিকা নেন। কালীঘাটের অরুণ চাপরানা ও কৌশিক মাইতি দু’টি করে উইকেট পেয়েছেন। মোহনবাগানের কর্মকর্তারা ক্রিকেটের এই জয়ের জন্য খেলোয়াড়দের বিশেষ অভিনন্দন জানিয়েছেন। তাঁরা বলেছেন, ক্লাবের হয়ে ক্রিকেটাররা যে অঙ্গীকারবদ্ধ ছিলেন, তা প্রকাশ পেয়েছে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে। মোহনবাগান যে অপ্রতিরোধ্য, তা আরও উজ্জ্বল হল।
Advertisement
ছবি: সিএবি
Advertisement



