মোহনবাগান ক্লাবে চলতি মরশুমে সাফল্যের জোয়ার বইছে। ফুটবল থেকে হকি, অ্যাথলিট থেকে ক্রিকেট। তা সিনিয়র হোক বা জুনিয়র হোক, সাফল্যের জয়যাত্রা চলছে তো চলছেই। এবারে ক্রিকেটেও শিরোপা পেল মোহনবাগান। মোহনবাগানের ছোটরা ব্যাটে বলে দাপট দেখিয়ে সিএবি’র জুনিয়র অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে উল্লাসে মেতে ওঠে। সোমবার মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমিকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে মোহনবাগান।
দ্বিতীয় দিনে মোহনবাগানের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৭৯ রান। সল্টলেকের জেইউ ক্যাম্পাস গ্রাউন্ডে সেই লক্ষ্যে বাজিমাত করে মোহনাগান। তারা ৩ উইকেট হারিয়ে মাত্র ১৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান করে জয় তুলে নেয়। দিতিরাজ নাথ ৪০ বলে ৪২ রান উপহার দিয়ে ম্যাচের জয়ের পথকে মসৃণ করে তোলে। দিতিরাজ নট আউট থাকে।
সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির হয়ে ত্রিপর্ণা সামন্ত, শ্রেয়ান চৌধুরী ও শচীন একটি করে উইকেট দখল করে। এর আগে প্রথম দিনে ৪৫ ওভারে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে যায় সম্বরণ অ্যাকাডেমি। চিরন্তন সাউ (১৮), সৌজন্য রায় (১৫*) ছাড়া আর কোনও ব্যাটসম্যানের রান বলার মতো ছিল না।
Advertisement
মোহনবাগানের হয়ে, মহম্মদ জিশান খান নেয় ৩৩ রানে ৩ উইকেট। জিশানকে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়েছে। অরিত্র দেবনাথের শিকার ২০ রানে ২ উইকেট। বৃষ্টির কারণে খেলাটি ৬৫ ওভারে হয়েছে। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ অন্যরা। ছবি: সৌজন্যে সিএবি
Advertisement
Advertisement



