• facebook
  • twitter
Monday, 22 December, 2025

সচিব দেবাশিসের প্রশংসায় পঞ্চমুখ মোহনবাগানের সভাপতি

মোহনবাগান ক্লাবের জন্য অর্থ দিয়েছেন এবং ক্লাবের কাজে বড় ভূমিকা নিয়েছেন, তঁদের উদ্দেশ্যে বলতে চাই, অতীতে আরও অনেকে অর্থ দিয়েছেন ক্লাবকে।

ফাইল চিত্র

মোহনবাগান ক্লাবের নির্বাচনের দিন এখনও ঘোষণা না হলেও কিন্তু প্রচারে শাসক গাষ্ঠীর সঙ্গে বিরোধী পক্ষরা দারুণভাবে নেমে পড়েছে। দুই পক্ষই রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করে চলেছে। এমনকি বিভিন্ন সভায় রাজনৈতিক দলের নেতাদেরও দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে শাসক গোষ্ঠীর পক্ষে সচিব দেবাশিস দত্তকে পুনরায় নির্বাচিত করার জন্য যেমন আবেদন রাখা হচ্ছে, তেমনই আবার বিরোধী গোষ্ঠীর সচিব প্রার্থী সৃঞ্জয় বসুকে জেতানোর জন্য সভায় বক্তব্য রাখছেন প্রাক্তন ফুটবলাররা। কিন্তু শাসক গোষ্ঠীর পক্ষ থেকে বার বার বলা হচ্ছে নির্দিষ্ট কোনও এক ব্যক্তির হয়ে প্রচার নয়। ‘আমরা মোহনবাগান’ এই নামেই প্রচার অভিযানে সামিল হচ্ছেন অনেক সদস্য। তবে শাসক গোষ্ঠীর হয়ে এই মুহূর্তে বেশ কিছু মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কাউন্সিলর সহ বিশিষ্ট নেতারা সভায় বক্তব্য রাখছেন।

গত তিন বছরে মোহনবাগান ক্লাবে যে উন্নতি ও অগ্রগতি হয়েছে, তা প্রচারের মাধ্যম করা হয়েছে। সচিব দেবাশিস দত্ত মনে করেন, সাফল্য ছাড়া কোনও ক্লাব শিরোনামে উঠে আসতে পারে না। সেই কারণেই গত তিন বছরে ক্লাবে যে সাফল্য এসেছে, অবশ্যই তার জন্য অভিনন্দন মোহনবাগান পরিবারকে। এদিকে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, যাঁরা দাবি করছেন মোহনবাগান ক্লাবের জন্য অর্থ দিয়েছেন এবং ক্লাবের কাজে বড় ভূমিকা নিয়েছেন, তঁদের উদ্দেশ্যে বলতে চাই, অতীতে আরও অনেকে অর্থ দিয়েছেন ক্লাবকে।

Advertisement

পাশাপাশি, ক্লাবের অগ্রগতিতে তাঁদের ভূমিকাকে কোনওভাবেই ছোট করা যাবে না। তাহলে কেন ক্লাব নির্বাচনের ঠিক আগেই বর্তমান প্রশাসনের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলা ঠিক হচ্ছে কিনা, জানা নেই। তাহলে অতীতের কর্মকর্তাদের নাম কেন বলা হচ্ছে না? গণতান্ত্রিক প্রথায় নির্বাচন হওয়াটাই তো স্বাভাবিক। সদস্যরা বিচার করবেন কাদের প্রয়োজন রয়েছে ক্লাব পরিচালনায়। তবে তাঁদের কাছে গত তিন বছরের একটা অগ্রগতির ছবি স্পষ্ট করে দিতে হবে ক্লাবের সাফল্যের কাহিনি। ক্লাবের অগ্রগতিতে কর্মকর্তারা কী ভূমিকা নিয়েছেন, সেটাও জানাতে হবে। তারপরেই সিদ্ধান্ত নেবেন সদস্যরা ভোটে কাকে নির্বাচিত করবেন। এখনও পর্যন্ত সভাপতি রয়েছেন টুটু বসু। সেই কারণে সভাপতি পদে থেকে বর্তমান প্রশাসনকে সমালোচনা করা ঠিক হবে না।

Advertisement

কিন্তু অদ্ভূতভাবে সভাপতি টুটু বসু উচ্ছ্বসিত হয়ে বর্তমান ক্লাব সচিব দেবাশিস দত্তের কাজকর্মকে ভূয়সী প্রশংসা করলেন। তিনি বললেন, দেবাশিস যেভাবে কাজ করেছে এবং দীর্ঘ সময় ধরে ক্লাবের হাল ধরে এসেছে, তাতে সাফল্য এসেছে বলে মনে করছি। নিঃসন্দেহে দেবাশিসের ক্ষমতা নিয়ে নতুন করে বলার কোনও প্রশ্ন নেই। দেবাশিসের কৃতিত্বকে ছোট করে দেখার কোনও জায়গা নেই। সবুজ-মেরুন বিজয় উৎসবের মধ্যে দিয়ে বর্তমান প্রশাসকরা নির্বাচনের প্রচারে আবদ্ধ হচ্ছেন। অন্যদিকে সচিব পদপ্রার্থী সৃঞ্জয় বসু প্রচার করে চলেছেন ‘তোমাকে চাই’ বলে স্লোগনের মধ্যে দিয়ে।

Advertisement