ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। সূত্রের খবর, তাঁর ব্রেন ডেথ হয়েছে। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক ছিলেন। ২০২১ সালে তিনি তেহট্ট থেকে নির্বাচিত হন। প্রসঙ্গত এরপর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় তাপস সাহার। সিবিআই তাঁর বাড়িতে তল্লাশি চালায় এবং কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে। এর মধ্যেই বুধবার নিজের বাসভবনে ব্রেন স্ট্রোক আক্রান্ত হন তিনি।
দীর্ঘদিন ধরেই নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই। এই তদন্তে গত বছর উঠে এসেছে তাপস সাহার নাম। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর নথিপত্র উদ্ধার করেছে সিবিআই এবং তাতে একাধিক দপ্তরের নিয়োগ দুর্নীতির প্রমাণ মিলেছে বলে সিবিআই-এর দাবি। তাঁর আত্ম সহায়ক প্রবীর কয়ালের বাড়ি থেকেও জরুরি নথি বাজেয়াপ্ত করা হয়। তারপরেই তলব করা হয় তাপস সাহাকে। ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়লেন তিনি।
Advertisement
Advertisement
Advertisement



