আজ বৃহস্পতিবার থেকে ১০ নম্বর জাতীয় সড়ক মেরামতের জন্য পর্যায়ক্রমে তিনদিন ন’ঘন্টা করে বন্ধ থাকবে। এই ১০ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি ও সিকিমের যোগাযোগের প্রধান পথ। ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন তিন দিন এই সড়ক পুরোপুরি বন্ধের নোটিস জারি করেছে। একদিন ব্যবধানে ১৯ মে পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। ১৫ মে, বৃহস্পতিবার থেকে একদিন অন্তর সকাল নয়টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ রেখে মেরামতের কাজ চলবে।
এদিকে সেবক থেকে রংপো পর্যন্ত জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্তে বিপাকে পড়েছে সিকিম হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এ সময় সড়ক বন্ধের খবর পেয়ে পর্যটকরা বুকিং বাতিল করছেন। এর ফলে পর্যটনের মারাত্মক ক্ষতি হবে।
Advertisement
Advertisement
Advertisement



