• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

কলকাতা প্রিমিয়ার ডিভিশন শুরু হচ্ছে ২৫ জুন থেকে

এই মে মাসের মধ্যে যে শিল্ড শুরু হবে তাও জানিয়ে দিলেন আইএফএ সচিব। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। কিন্তু মে মাসে শিল্ড করার আপ্রাণ চেষ্টা করা হবে।

প্রতীকী চিত্র

এবারের কলকাতা প্রিমিয়ার ডিভিসনের খেলা ২৫ জুন থেকে শুরু হচ্ছে। এমন ধারণা দিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। যদিও এখনও কলকাতা লিগের গত বছরের খেলার উপর মামলা চলছে। তবুও আইএফএ সচিব জানালেন, কলকাaতা লিগ চালু করতে কোনও অসুবিধা হবে না। তার আগেই পুরো ব্যাপারটা সমাধান হয়ে যাবে।

সুতরাং এবার প্রিমিয়ার ডিভিসন লিগ চালু করতে আর কোনও বাধা থাকবে না। কলকাতা লিগ সাব কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগের মতোই গ্রুপ ভাগ করে খেলা হবে।  মোহনবাগান, ইস্টবেঙ্গল বা মহামেডান বলে আলাদা কথা নয়। ২৬টা দল প্রিমিয়ার ডিভিসনে খেলে। সেইরকম ভাবেই প্রতিটি দলকে সমান চোখে দেখা হবে। এই মে মাসের মধ্যে যে শিল্ড শুরু হবে তাও জানিয়ে দিলেন আইএফএ সচিব। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। কিন্তু মে মাসে শিল্ড করার আপ্রাণ চেষ্টা করা হবে।

Advertisement

গত দুবছর ঐতিহ্যবাহী শিল্ড হয়নি।   তবে সিনিয়র দল নিয়ে শিল্ড করা সম্ভব নয়। তাই জুনিয়র দলগুলোকে নিয়ে করা হবে।

Advertisement

Advertisement