• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারতে আয়োজন করার উদ্যোগ

প্রথম থেকেই ইংল্যান্ডে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন হচ্ছে। প্রথমবার সাদাম্পটনে হয়েছিল এই চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

প্রতীকী চিত্র

২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হতে পারে ভারতেই, এমনটাই খবর। জানা গেছে, ২০২৭ টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালের আয়োজক হওয়ার জন্য বিড তুলতে পারে ভারত। আসন্ন জুন-জুলাই মাসে এই বিষয়ে আইসিসির কাছে প্রস্তাবও রাখবে বিসিসিআই। আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল আইসিসির গুরুত্বপূর্ণ পদে থাকায় বিসিসিআইয়ের এই বিডের যে বিশেষ প্রভাব রয়েছে, তা বলাই বাহুল্য। প্রথম থেকেই ইংল্যান্ডে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন হচ্ছে। প্রথমবার সাদাম্পটনে হয়েছিল এই চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলবে। লর্ডসে আয়োজিত হবে ফাইনাল।

এখানে উল্লেখ করা যেতে পারে যে, প্রথম দুটো আন্তর্জাতিক টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু ফাইনালে উঠলেও কাপের স্বপ্ন অধরাই থেকে গেছে টিম ভারতের। দুবারই রানার্স আপ হয়ে থাকতে হয়েছে তাদের। প্রথমবার নিউজিল্যান্ড ও পরেরবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হারতে হয়েছিল বিরাট কোহলিদের।

Advertisement

এবার যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই জায়গা করতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। ফলে ২০২০৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারতে হলে টিম ইন্ডিয়ার কাছে বড়ো সুযোগ থাকবে এই অধরা খেতাব জয় করার।

Advertisement

Advertisement