বদল হতে চলেছে মাউন্ট আবুর নাম। শুধু নাম বদলই নয়, মাউন্ট আবু সংলগ্ন এলাকায় মদ এবং আমিষ খাবারও নিষিদ্ধ করা হবে। এক সর্ভবারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ২০২৪ সালের অক্টোবরেই এই নাম বদলের বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনিক স্তরে আলোচনা হয়। মাউন্ট আবুর একটি নামও প্রস্তাব করা হয়, ‘আবু রাজ তীর্থ’। বিশেষ সূত্রে এই খবর প্রকাশ্যে আসতেই প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে রাজ্যজুড়ে। কুড়িটিরও বেশি সংখ্যক সংগঠন সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে পথে নেমেছে। তাদের দাবি, পর্যটকদের কাছে পরিচিত মাউন্ট আবুর নাম বদলের সরকারি সিদ্ধান্ত কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
স্থানীয় লোকজন এবং হোটেল ব্যবসায়ীদের একাংশের দাবি, মাউন্ট আবুর একটি আলাদা পরিচয় রয়েছে। রাজস্থানের অন্যতম জনপ্রিয় এই পর্যটনস্থলের নাম পরিবর্তন করলে পর্যটন ব্যবসায় প্রভাব পড়তে পারে। মাউন্ট আবু হোটেল সংগঠনের সচিব সৌরভ গঙ্গাদিয়া বলেছেন, ‘যদি সরকার মাউন্ট আবুর নাম পরিবর্তন করেন, তা হলে পর্যটন ব্যবসা ভেঙে প়ড়বে এখানে। তার উপর মদ এবং আমিষ নিষিদ্ধ করার যে ভাবনা চলছে, তার প্রভাবও পর্যটনে পড়বে।’
Advertisement
নাক্কি লেক অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ শেঠ এই নাম বদলকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন। পর্যটকদের উতসাহে ভাটা পড়বে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
Advertisement
এক সংগঠনের সদস্য সতর্ক করে বলেছেন যে মাউন্ট আবুকে তীর্থস্থান ঘোষণা করলে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ আরোপ করা হবে। তিনি জোর দিয়ে বলেছেন যে, মাউন্ট আবু ৭ টি রাজ্যের দর্শনার্থীদের জন্য একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর নাম পরিবর্তন করলে নানা সমস্যা দেখা দেবে।
১৮৩০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজপুতানা এজেন্সি, সিরোহি রাজপরিবারের থেকে মাউন্ট আবু অঞ্চলটি লিজ-এ নিয়েছিল। ১৮৪৫ সালে, এখানকার মনোরম জলবায়ুর কারণে এই শহর আনুষ্ঠানিকভাবে সংস্থার গ্রীষ্মকালীন সদর দপ্তর ঘোষণা করা হয়।
Advertisement



