• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকে অপসারিত কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম

মেয়াদ শেষের ৬ মাস আগে সরানো হয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারে ভারতের এগজিকিউটিভ ডিরেক্টর কৃষ্ণমূর্তি ভি সুব্রহ্মণ্যমকে।

মেয়াদ শেষের আগেই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ থেকে অপসারিত কেভি সুব্রহ্মণ্যম। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারে ভারতের এগজিকিউটিভ ডিরেক্টর কৃষ্ণমূর্তি ভি সুব্রহ্মণ্যমকে মেয়াদ শেষের ৬ মাস আগে সরানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্টস কমিটিই এই অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। কী কারণে তাঁকে আচমকা সরানো হল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

এই বিষয়ে সরকারি নোটিসে বলা হয়েছে, ‘ক্যাবিনেটের নিয়োগ কমিটি (এসিসি) ডঃ কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যমকে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের এগজিকিউটিভ ডিরেক্টর (ভারত) পদ থেকে বরখাস্ত করার অনুমোদন দিয়েছে।’

Advertisement

২০২২ সালের নভেম্বর থেকে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ-এ ভারতের প্রতিনিধি পদে ছিলেন কৃষ্ণমূর্তি। খড়গপুর আইআইটির প্রাক্তন কৃষ্ণমূর্তি গত বছর এপ্রিল মাসে ভারতের বৃদ্ধিকে খাটো করে দেখানোয় আইএমএফ-এর বিরুদ্ধে সরব হন। একই সঙ্গে পাকিস্তানকে টাকা ধার দেওয়া আটকাতেও তৎপর ছিলেন তিনি। তাঁর পরিবর্ত হিসাবে আইএমএফে ভারতের প্রতিনিধি কে হন, সেই দিকেই এখন নজর ওয়াকিবহাল মহলের।

Advertisement

কৃষ্ণমূর্তি খড়গপুর আইআইটি থেকে বিটেক পাশ করেন। আইআইএম কলকাতা থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ইউনিভার্সিটি অফ চিকাগোর বুথ স্কুল অফ বিজনেস থেকে ফিনান্সিয়াল ইকনমিক্সে পিএইচডি করেছেন কৃষ্ণমূর্তি। তিনি আইএমএফ-এ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভুটানের প্রতিনিধিত্ব করতেন।

ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসের সেন্টার ফর অ্যানালিটিক্যাল ফিন্যান্স-এর এক্সিকিউটিভ ডিরেক্টরের দায়িত্বে ছিলেন কৃষ্ণমূর্তি ভি সুব্রহ্মণ্যম। তাছাড়া সেবির একটি গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাঙ্ক ম্যানেজমেন্ট এবং আরবিআই অ্যাকাডেমির পরিচালন পর্ষদের অন্যতম সদস্য পদেও ছিলেন কৃষ্ণমূর্তি। তিন বছর কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টার পদও সামলান কৃষ্ণমূর্তি।

Advertisement