• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অর্জুন সিংয়ের জামাইকে তলব করল সিআইডি

ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ দুর্নীতি মামলায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের জামাইকে তলব করল সিআইডি। আগামী ৫ মে তাঁকে ভবানীভবনে তলব করা হয়েছে।

ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। ফাইল চিত্র

ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কে দুর্নীতি মামলায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের জামাইকে তলব করল সিআইডি। আগামী ৫ মে তাঁকে ভবানীভবনে তলব করা হয়েছে। সিআইডি তলবে বিজেপি নেতার জামাই সাড়া দেবেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, অর্জুনের জামাইয়ের অ্যাকাউন্টে দুর্নীতির টাকা ঢুকেছে বলে তথ্য পেয়েছেন সিআইডির অফিসাররা। তবে এই তলবের পিছনে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন অর্জুন সিং। প্রাক্তন সাংসদ বলেন, ‘পরিবারের লোককে ফাঁসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চমকাতে চাইছেন। আমিও পরিষ্কার জানিয়ে দিতে চাই, এইভাবে আমাকে চমকানো যাবে না। আমার পরিবারের লোকও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে।’

প্রসঙ্গত, ২৬ মার্চ জগদ্দলের মেঘনা মোড় এলাকায় শ্রমিকদের মধ্যে গণ্ডগোল হয়েছিল। সেই সময় ওখানে যান অর্জুন সিং। অর্জুনের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালায়। পাল্টা ধাওয়া করেন তাঁরাও। তাতেই চম্পট দিতে গিয়ে জখম হন এক যুবক। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অর্জুন সিংকে তলব করে বারাকপুর পুলিশ। তবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ সাড়া দেননি। পরে ভাটপাড়ার মজদুর ভবনে গিয়ে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশকর্তারা। এরপর ব্যক্তিগত কাজে অর্জুন সিং ভিনরাজ্যে চলে যান। বারাকপুর আদালত বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। সেখান থেকে রক্ষাকবচ পান তিনি। এরপর থেকে বেশ কয়েকবার তলব করা হয়েছে বিজেপি নেতাকে। কিন্তু তিনি পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি।

Advertisement

Advertisement

Advertisement