পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-কে সাহায্য করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হল। রাজস্থানের জয়সলমেরের বাসিন্দা ওই ব্যক্তির নাম পাঠান খান। অভিযোগ, ২০১৩ সাল থেকে পাকিস্তানে যাতায়াত করছেন তিনি। জয়সলমের সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকার গোপন এবং সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ রয়েছে পাঠানের বিরুদ্ধে। রাজস্থানের গোয়েন্দা দল তাঁকে গ্রেপ্তার করেছে। কোনও সংবেদনশীল এবং গোপন তথ্য পাকিস্তানকে পাচার করার অভিযোগের দিকে ইঙ্গিত করে এমন কোনও তথ্য পাঠানের মোবাইলে রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
গ্রেপ্তারির পর পাঠানকে জেরা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরাও। তাঁর মোবাইলের তথ্যও বিশ্লেষণ করে দেখা হচ্ছে। সরকারি গোপনীয়তা আইন অনুসারে পাঠানের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, জয়সলমেরে আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি এলাকার গোপন তথ্য তিনি পাকিস্তানিদের কাছে তুলে দিতেন। রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখার ইনস্পেক্টর জেনারেল বিষ্ণু কান্ত জানিয়েছেন, সন্দেহভাজনদের উপর নজর রাখা হচ্ছিল। সেই সময় পাঠানের হদিশ মেলে।
Advertisement
২০১৩ সালে পাঠান পাকিস্তানে যান। সেই সময় সেই দেশের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কিছু আধিকারিকদের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। রীতিমতো লোভ দেখিয়ে পাঠানকে এই কাজে নামানো হয়। সেখানেই চরবৃত্তির প্রশিক্ষণ পান পাঠান। গোয়েন্দা সূত্রে খবর, এর পরেও বেশ কয়েক বার পাকিস্তানে গিয়ে আইএসআই আধিকারিকদের সঙ্গে দেখা করেছিলেন ওই ব্যক্তি। তদন্তে গোয়েন্দারা জানতে পারেন, কখনও নগদ, কখনও সোনার আংটি বা অন্য কোনও উপহার পেতেন তিনি। ভারতের সেনাবাহিনী সম্পর্কিত কী কী তথ্য পাকিস্তানকে পাচার করেছেন তিনি, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Advertisement
Advertisement



