• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

পহেলগাম কাণ্ডে জড়িত লস্কর জঙ্গির ভাইপোর বিস্ফোরক মন্তব্য

'পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া উচিত, তাহলেই আমরা শান্তিতে বাঁচতে পারব'

ফাইল চিত্র

এনআইএ সূত্রে জানা গিয়েছে, পহেলগাঁও হামলার অন্যতম চক্রী উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার বাসিন্দা ও লস্কর জঙ্গি ফারুক আহমেদ। তদন্তকারীদের অনুমান, বর্তমানে সে পাক অধিকৃত কাশ্মীরে লুকিয়ে রয়েছে। এনআইএ আরও জানিয়েছে, ফারুকের একাধিক ‘ওভার গ্রাউন্ড ওয়ার্কার’ জঙ্গিদের সাহায্য করেছিল। ইতিমধ্যে এদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিরা গোয়েন্দাদের নজরদারিতে রয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি বিস্ফোরণে উড়ে গিয়েছে ফারুকের বাড়ি।

ফারুকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন তাঁর ভাইপো জাকির আহমেদ। তিনি বলেন, ফারুক আহমেদ যদি দোষী হয়ে থাকে, তাহলে পাক অধিকৃত কাশ্মীরের বুকে তাঁকে হত্যা করা হোক। সন্ত্রাসবাদকে খতম করতে চাইলে ভারতের উচিত পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া।
জাকির আরও বলেন, ‘এই ঘটনায় যদি আমার কাকা সত্যি দোষী হয়ে থাকে, তাহলে সে যেন ছাড়া না পায়। তার যেন কঠোর শাস্তি হয়। আমাদের কাছে দেশ আগে। আমরা সেনাবাহিনীর সঙ্গে রয়েছি। পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া উচিত। তাহলেই আমরা শান্তিতে বাঁচতে পারব।’

Advertisement

Advertisement

Advertisement