কর্পোরেট ব্রিজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় সারা ভারত শ্রীসিমেন্ট ব্রিজ প্রতিযোগিতার আসর বসতে চলেছে বৃহস্পতিবার থেকে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। এই প্রতিযোগিতা চলবে ৪ মে পর্যন্ত। আয়োজক সংস্থার পক্ষ থেকে সম্পাদক দেবাশিস রায় বলেছেন, কমপক্ষে ৮০ জন প্রতিযোগী এবারের এই প্রতিযোগিতায় অংশ নেবেন। বিদেশ থেকেও প্রতিনিধিরা আসছেন। পোল্যান্ড ও ইজরায়েলের প্রতিনিধিদের সঙ্গে লড়াই করবেন ভারতের প্রতিযোগীরা।
বাংলা থেকে চারজন প্রতিযোগী অংশ নেবেন প্রতিটি দলে। বেশ কয়েকজন নামি ব্রিজ খেলোয়াড়কে এই প্রতিযোগিতায় দেখতে পাওয়া যাবে। এই প্রতিযোগিতায় ৮ লক্ষ টাকার আর্থিক পুরস্কার থাকছে। প্রতিযোগিতার শেষে ভারতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে। চলতি বছরেই কলকাতায় ৬৮তম জাতীয় ব্রিজ প্রতিযোগিতা শুরু হবে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই এই প্রতিযোগিতার আসর বসবে ১ ডিসেম্বর থেকে। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এখানে উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত বিএফএএমই প্রতিযোগিতায় ভারতীয় দল দারুণ নজর কেড়েছে। ভারতের ঝুলিতে এসেছে তিনটি সোনা।
Advertisement
Advertisement
Advertisement



