• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিদেশিদের ফোন করে আর্থিক প্রতারণা, গ্রেপ্তার ১৬

কলকাতায় বসে বিদেশের নাগরিকদের ফোন করে আর্থিক প্রতারণার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

প্রতীকী ছবি

কলকাতায় বসে বিদেশের নাগরিকদের ফোন করে আর্থিক প্রতারণার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। চলতি সপ্তাহেই লেক থানা এলাকার সেলিমপুর ও বেহালা থানা এলাকার রায়বাহাদুর রোডে থাকা দুটি ভুয়ো কল সেন্টারে হানা দেয় পুলিশ। এরপরই আসে সাফল্য। ঘটনাস্থল থেকে একাধিক ফোন, ল্যাপটপ ও অন্যান্য হার্ডওয়্যার বাজেয়াপ্ত করা হয়েছে।

লালবাজার সূত্রে খবর, অভিযুক্তরা অস্ট্রেলিয়া ও আমেরিকার নাগরিকদের ফোন করে টেক সাপোর্ট দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করতেন। ধৃতদের কাছ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। সেই নথিতে বিদেশিদের নাম ও মোবাইল নম্বর লেখা রয়েছে। এই বিদেশি নাগরিকদের মধ্যে কতজনের কাছ থেকে টাকা হাতানো হয়েছে এবং কতজনের থেকে হাতানোর পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি কোটি কোটি টাকা আত্মসাৎ করে তা কোন খাতে খরচ করা হত, সেই বিষয়টিও তদন্ত করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

এ প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, কলকাতায় বেআইনি কল সেন্টারগুলির হদিশ পাওয়ার জন্য পুলিশ সব সময় তৎপর থাকে। এর আগেও একাধিক কল সেন্টারের হদিশ পাওয়া গিয়েছে। একাধিক অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে। সম্প্রতি আরও দুটি কল সেন্টারে হানা দিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

 

Advertisement