• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অসুস্থ রাজ্যপালকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী

সোমবার সকালেই আচমকা অসুস্থ বোধ করেন রাজ্যপাল। হাসপাতাল সূত্রে খবর, হার্টে ব্লকেজ রয়েছে তাঁর। করা হতে পারে অস্ত্রোপচার।

ফাইল ছবি

সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার কমান্ড হাসপাতালে। খবর পেয়েই তাঁকে সেখানে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, সোমবার সকালেই আচমকা অসুস্থ বোধ করেন রাজ্যপাল। হাসপাতাল সূত্রে খবর, হার্টে ব্লকেজ রয়েছে তাঁর। করা হতে পারে অস্ত্রোপচার। হার্টে ব্লকেজ থাকায় চিকিৎসকরা তাঁর বাইপাস সার্জারি করার পরামর্শ দিয়েছেন। আপাতত তার প্রাথমিক চিকিৎসা কমান্ড হাসপাতালে চললেও সূত্রের খবর তাঁকে খুব তাড়াতাড়ি বাইপাসের এক বেকাসারি হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। সোমবার সকালে রাজ্যপালের অসুস্ততার খবর পেয়েই, তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী।

Advertisement

সোমবার শালবনিতে তাঁর কর্মসূচি ছিল। তার আগে হাসপাতালে রাজ্যপালের স্বাস্থ্যের খোঁজ নিয়ে শালবনির উদ্দেশে রওনা দেন মমতা। শালবনিতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘রাজ্যপালকে দেখতে গিয়েছিলাম। উনি হঠাৎ করে ভর্তি হয়েছেন। শরীরটা খারাপ। যা হোক, দেখে এলাম। কাল প্রোগ্রাম করে ফিরে আসব।’ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন, রাজ্যপালের চিকিৎসার বিষয়টি গোটাটাই যেন তিনি তদারকি করেন। প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা যেন তিনিই করে দেন।

Advertisement

উল্লেখ্য, শনিবার মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সামশেরগঞ্জ বেতবোনার বাসিন্দাদের একাংশ। প্ল্যাকার্ড হাতে চলে তুমুল বিক্ষোভ। খবর পেয়েই ঘটনাস্থলে ফিরে যান রাজ্যপাল। শোনেন বিক্ষোভকারীদের অভাব-অভিযোগ। সব শুনে তিনি জানান, যেটা ঘটা উচিত ছিল না, সেটাই ঘটেছে। তাঁদের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তাঁদেরকে নিরাপত্তা দিতে হবে। যাতে তাঁরা আতঙ্ক মুক্ত হয়। এর পর সোমবার তাঁর অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসে।

Advertisement