• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নৌকায় বাজ পড়ে নিঁখোজ মাঝি

ময়নার ঢেউভাঙা থেকে নন্দকুমারের দিকে খেয়ানৌকায় করে নদী পারাপার করছিলেন যাত্রীরা। তখনই আচমকা নৌকায় বাজ পড়ে।

প্রতীকী ছবি

বিগত কয়েকদিনে রাজ্যে বাজ পড়ে মৃত্যু হয়েছে প্রায় পাঁচ জনের। আবহাওয়া দপ্তর থেকে বারবার সচেতন করা হয়েছে। এবার নদীতে বাজ পড়ে এক মাঝির নিঁখোজ হওয়ার ঘটনা সামনে এসেছে। সূত্রের খবর, ময়নার ঢেউভাঙা থেকে নন্দকুমারের দিকে খেয়ানৌকায় করে নদী পারাপার করছিলেন যাত্রীরা। তখনই আচমকা নৌকায় বাজ পড়ে। ঘটনার আকস্মিকতায় চমকে গিয়েছিলেন সকলেই।

সম্বিত ফিরতে বুঝতে পারেন নৌকায় মাঝি আর নেই। বাজ পড়তে মাঝি নৌকা থেকে জলে পড়ে যান। তারপর আর তাঁর খোঁজ মেলেনি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন নৌকার যাত্রীরা। বজ্রপাতের তীব্রতায় অসুস্থও হয়ে পড়েছিলেন অনেকে। নৌকার মাঝি নিঁখোজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ময়না থানার পুলিশকে খবর দেওয়া হয়েছিল। এরপর পুলিশ এবং স্থানীয় লোকেদের তৎপরতায় নদীতে তল্লাশি চালানো হয়। কিন্তু খোঁজ মেলেনি তাঁর। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাঝির খোঁজ না পাওয়া পর্যন্ত তল্লাশি জারি থাকবে।

Advertisement

 

Advertisement

 

 

 

 

 

Advertisement