• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জরিমানা দিল্লির বোলিং কোচের

জানা গেছে, ম্যাচের মাঝে চতুর্থ আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মুনাফ। দলের দ্বাদশ ব্যক্তিকে জল নিয়ে মাঠে পাঠাতে চেয়েছিলেন মুনাফ।

ফাইল চিত্র

বুধবার আইপিএলে রাজস্থানকে সুপার ওভারে হারিয়েছে দিল্লি। তবে জিতেও শান্তি নেই দিল্লির। ম্যাচের পর শাস্তি পেয়েছেন দলের বোলিং কোচ মুনাফ পটেল। তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। ভারতীয় বোর্ড জানিয়েছে, আইপিএলের শৃঙ্খলাবিধির ২.২০ ধারা ভেঙেছেন মুনাফ। মুনাফ নিজে এই শাস্তি মেনে নিয়েছেন। ঠিক কী কারণে মুনাফ এই শাস্তি পেয়েছেন তা বোর্ডের তরফে স্পষ্ট করে বলা হয়নি।

তবে জানা গেছে, ম্যাচের মাঝে চতুর্থ আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মুনাফ। দলের দ্বাদশ ব্যক্তিকে জল নিয়ে মাঠে পাঠাতে চেয়েছিলেন মুনাফ। আসল উদ্দেশ্য ছিল ক্রিজে থাকা ব্যাটসম্যানকে বার্তা পাঠানো। তবে চতুর্থ আম্পায়ার অনুমতি দেননি। তখনই তাঁর সঙ্গে তর্ক করতে দেখা যায় মুনাফকে। হাত দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করেও কথা বলতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

Advertisement

Advertisement