• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইস্টবেঙ্গলের খারাপ সময় কাটছেই না

ক্লেটনের সাথে চুক্তি ছিন্ন করার পর সুপার কাপে ইস্টবেঙ্গলের বিদেশির সংখ্যা পাঁচে নেমে এসেছে। এর মধ্যে ক্রেসপোর চোট চিন্তায় রাখবে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে।

ফাইল চিত্র

ইস্টবেঙ্গল দলে সময়টা একদমই ভালো যাচ্ছে না। বুধবারই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি ছিন্ন করেছে ইস্টবেঙ্গল। এরই মধ্যে আবার ফিজিও সেনেন ফার্নান্দেজ আলভারেজের সঙ্গেও চুক্তি ছিন্ন করার খবর সামনে এসেছে। এদিকে সুপার কাপের আগে মিডফিল্ডার সল ক্রেসপো চোটের কবলে। ২০ এপ্রিল সুপার কাপ অভিযান শুরু করতে চলেছে লাল-হলুদ ব্রিগেড যেখানে প্রথম খেলাতেই তাদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। তার আগেই লাল-হলুদের প্রস্তুতিতে বড় ধাক্কা।

জানা গিয়েছে, সল ক্রেসপো হ্যামস্ট্রিংয়ের চোটে কাহিল। নিজের বাড়ির সিঁড়িতে পিছলে পড়ে চোট পান তিনি। ফলে অনুশীলনে পর্যন্ত নামতে পারেননি। বৃহস্পতিবার মেডিক্যাল রিপোর্টের পর চোট কতটা গুরুতর সেটা বোঝা যাবে। ইস্টবেঙ্গলের মাঝমাঠের বড় স্তম্ভ হচ্ছেন সল ক্রেসপো। এবার যদি চোটের কারণে তাঁকে বেরিয়ে যেতে হয়, তাহলে ইস্টবেঙ্গলের মাঝমাঠে একটা বিরাট খারাপ প্রভাব পড়তে পারে।

Advertisement

ক্লেটনের সাথে চুক্তি ছিন্ন করার পর সুপার কাপে ইস্টবেঙ্গলের বিদেশির সংখ্যা পাঁচে নেমে এসেছে। এর মধ্যে ক্রেসপোর চোট চিন্তায় রাখবে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে। স্প্যানিশ ফিজিও সেনেন ফার্নান্দেজ ছিলেন কার্লেস কুয়াদ্রাত জমানার ফিজিও। তিনি থাকতেও মরশুমজুড়ে ইস্টবেঙ্গলের ফুটবলাররা নানান চোটের সমস্যায় ভুগেছিলেন। সেই কারণেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও সেনেনের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগও রয়েছে যে তিনি নাকি দলের মধ্যে লবিবাজি করতেন। এখন দেখার, প্রতিকূলতা কাটিয়ে সুপার কাপ ধরে রাখতে পারে কিনা গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।

Advertisement

Advertisement