• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মুর্শিদাবাদের ধুলিয়ানে বিএসএফের ‘গুলি’তে আহত ২

ফের উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের ধুলিয়ানে। তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের দাদা কাওসার আলির বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।

ফাইল চিত্র

ফের উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের ধুলিয়ানে। তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের দাদা কাওসার আলির বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। এছাড়া একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে গুলি চালানোর অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। আহত ২। তাদের মধ্যে একজন নাবালক রয়েছে। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিকেল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ।

আক্রান্ত হন ফরাক্কার এসডিপিও। অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিএসএফ। শনিবার সকালে ধুলিয়ান এলাকায় পুলিশের সঙ্গে রয়েছে বিএসএফের নজরদারি। আক্রান্ত হন ফরাক্কার এসডিপিও। অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিএসএফ। শনিবার সকালে ধুলিয়ান এলাকায় পুলিশের সঙ্গে রয়েছে বিএসএফের নজরদারি। জনতাকে কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্তি বজায় রাখতে অনুরোধ করা হয়েছে। নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সেই দিকে নজর রাখছে পুলিশ।

Advertisement

Advertisement

Advertisement