কম বয়সি হাতির মৃত্যুর কারণ নিয়ে ধন্দে ছিল বনদফতর। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে হাতিটির শরীরে জল কমে যাওয়ার কারনে মৃত্যুর ঘটনা ঘটেছে। উল্লেখ্য, মঙ্গলবার নয়াগ্রাম রেঞ্জের কলমাপুকুরিয়া বিটে নলদাম এলাকার জঙ্গলে একটি বছর সতেরোর হাতির মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই তথ্য জানা গিয়েছে বনদফতর সূত্রে। জান গিয়েছে, হাতিটি কী ধরনের অসুখে ভুগছিল তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। খড়্গপুর বনদফতর সূত্রে জানা গিয়েছে হাতিটির মৃত্যুর কারন হিসেবে জানানো হয়েছে, কোন একটি অসুখের কারনে হাতিটি বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া করছিল না। খাবার না খাওয়ার কারনে শরীরে জলের অভাব তৈরি হয়। সম্ভবত, তাতেই মৃত্যু হয়েছে হাতিটির।
উল্লেখ্য, দিন দুয়েক আগে মঙ্গলবার নয়াগ্রাম রেঞ্জের কলমাপুকুরিয়া বিটের নলদাম এলাকার জঙ্গলে একটি হাতির মৃত্যুর খবর পায় বনদফতর। পাঁচ থেকে ছটি হাতির দল একসঙ্গে গত কয়েকদিন ধরে ওখানেই আছে। রাত হলেই তারা জঙ্গল ছেড়ে খাবার সন্ধানে বেরিয়ে আসে। সোমবার রাতেও দলটিকে বনদফতরের লোকজন জঙ্গলে ঢুকিয়ে দিয়ে এসেছিল। বুধবার সকাল থেকে হাতিগুলি দলের মৃত সদস্যকে ঘিরে রেখে তীব্র আওয়াজ করছিল। হাতিটির মৃতদেহ উদ্ধার করতে রীতিমতো হিমসিম খেতে হয় বনদফতরকে। কয়েক ঘন্টা লেগে যায় হাতিগুলিকে সরাতে। শেষ পর্যন্ত হুল জেলে,পটকা ফাটিয়ে দলের হাতিগুলিকে সরিয়ে মৃত হাতির দেহ উদ্ধার করতে পারে বনদফতর। জেসিবি দিয়ে হাতিটিকে পাঁচকাহানিয়া বিট অফিসে নিয়ে গিয়ে ময়নাতদন্তের পর দেহ সৎকার করা হয়। বর্তমানে দলের বাকি হাতিগুলি ওই এলাকাতেই রয়েছে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে। খড়্গপুর ডিভিশনের ডিএফও মনীষ যাদব বলেন, ‘প্রাণী চিকিৎসকেরা জানিয়েছেন হাতিটি কোন অসুখের কারনে অনেক দিন ধরে খাচ্ছিল না। তার ফলে শরীরে ডিহাইড্রেশন হয়।’
Advertisement
Advertisement
Advertisement



