• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

কলকাতায় জোড়া মিছিল যানজটে নাকাল আমজনতা

বৃহস্পতিবার যোগ্যদের তালিকা প্রকাশ সহ বিভিন্ন দাবিতে কলকাতার রাজপথে নেমেছিলেন তাঁরা। এ দিন দুপুর ১২টায় শিয়ালদহ থেকে চাকরিহারাদের মিছিলটি শুরু হয়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

একাধিক মিছিলের কারণে বৃহস্পতিবার ব্যস্ত সময়ে যানজটে নাকাল হতে হয় কলকাতাবাসীকে। রীতিমতো মিছিল নগরীতে পরিণত হয় তিলোত্তমা। এ দিন একদিকে পথে নেমেছিলেন যোগ্য চাকরিহারারা, অন্যদিকে নতুন ওয়াকফ আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বহু সংখ্যালঘু মানুষ। এর জেরে শহরের রাস্তায় যানজটের জেরে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। স্তব্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তা। বিশেষ করে মধ্য কলকাতার একাধিক রাস্তার দুই পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে যানবাহন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস সত্ত্বেও আন্দোলনের পথ থেকে সরে দাঁড়াচ্ছেন না চাকরিহারারা। বৃহস্পতিবার যোগ্যদের তালিকা প্রকাশ সহ বিভিন্ন দাবিতে কলকাতার রাজপথে নেমেছিলেন তাঁরা। এ দিন দুপুর ১২টায় শিয়ালদহ থেকে চাকরিহারাদের মিছিলটি শুরু হয়। মিছিলে তাঁরা কালো ব্যাজ ও ব্যান্ড পরে হাঁটেন। আন্দোলনকে সংহতি জানাতে চাকরিহারাদের সঙ্গে মিছিলে শামিল হয়েছিলেন আরজি কর আন্দোলনের সামনের সারিতে থাকা চিকিৎসকরাও। দুপুর ৩টে নাগাদ ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে পৌঁছায় চাকরিহারাদের মিছিল। সেখানে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীদের একাংশ। ডোরিনা ক্রসিং থেকে চাকরিহারাদের মিছিল রানি রাসমণি রোডে পৌঁছলে ব্যারিকেড করে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ধর্মতলা চত্বর। এর জেরে শিয়ালদহ থেকে ধর্মতলাগামী রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। হাওড়া ব্রিজেও ধীর গতিতে গাড়ি চলতে দেখা যায়।

Advertisement

অন্যদিকে নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে মৌলালির কাছে রামলীলা ময়দানে সমাবেশ করেছে জমায়েত-এ-উলেমা-এ হিন্দ। এই সমাবেশে যোগ দিতে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে লরি, বাস, গাড়িতে করে কলকাতায় আসেন বিক্ষোভকারীরা। এর ফলে পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, এজেসি বোস রোড ফ্লাইওভার প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে৷ দিনের ব্যস্ত সময়ে মল্লিকবাজারমুখী সব রাস্তায় যানবাহনের গতি ছিল খুবই ধীর। এমনকী পার্ক সার্কাসমুখী মা ফ্লাইওভারেও যানজট চোখে পড়ে। কিছুক্ষণের জন্য সিআইটি রোডও বন্ধ করে দেওয়া হয়। এর জেরে গোটা কলকাতা জুড়ে তীব্র যানজট সৃষ্ট হয়।

Advertisement

লালবাজারের তরফে বৃহস্পতিবার কলকাতার রাস্তায় অন্যদিনের তুলনায় বেশি সংখ্যক ট্যাফিক সার্জেন মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি রাস্তায় ছিলেন একাধিক এসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিক। শহরের একাধিক রাস্তা সাময়িকভাবে খোলা ও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শহরে জোড়া মিছিলের কারণে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের।

Advertisement