• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইঞ্জিন উৎপাদনে রেকর্ড করল ভারতীয় রেল

বিগত ১০ বছরে ইঞ্জিন উৎপাদন ৯১৬৮টি বৃদ্ধি পেয়েছে। বার্ষিক গড় দ্বিগুণ হয়েছে। অর্থাৎ রেলওয়ে খাতে লোকোমোটিভ উৎপাদনে বিশ্বব্যাপী এগিয়ে আছে ভারত।

ফাইল চিত্র

রেলের ইঞ্জিন উৎপাদনে রেকর্ড। যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে শীর্ষে ভারতীয় রেল। মোট ১৯ শতাংশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২০২৪- ২৫ অর্থবর্ষে ১৬৮১টি রেলের ইঞ্জিন উৎপাদন করেছে ভারত।

রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, বিগত ১০ বছরে ইঞ্জিন উৎপাদন ৯১৬৮টি বৃদ্ধি পেয়েছে। বার্ষিক গড় দ্বিগুণ হয়েছে। অর্থাৎ রেলওয়ে খাতে লোকোমোটিভ উৎপাদনে বিশ্বব্যাপী এগিয়ে আছে ভারত।

Advertisement

২০২৪-২৫ অর্থবর্ষে ভারতে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ৭০০ ইঞ্জিন উৎপাদন তৈরি করেছে। আবার বেনারস লোকোমোটিভ ওয়ার্কস ৪৭৭টি ইঞ্জিন তৈরি করেছে। এছাড়া পাতিয়ালা লোকোমোটিভ ওয়ার্কস ৩০৪টি এবং মাধেপুর আর মারহোরা ইউনিটে ১০০টি ইঞ্জিন তৈরি হয়েছে। ভারতে উৎপাদিত বেশিরভাগ ইঞ্জিনই মূলত মালবাহী ট্রেনের জন্য তৈরি হয়েছে।

Advertisement

Advertisement