হরর-থ্রিলার ছবিতে আরিয়ান-শুভাঙ্কি। প্রকাশ্যে ফার্স্ট লুক। চলতি বছরে বড় পর্দায় আসছে এই ছবি। নতুন থ্রিলার ছবিতে জুটিতে শুভাঙ্কি ধর ও আরিয়ান ভৌমিক। ছবির নাম ‘স্লেয়ার’। প্রকাশ্যে ছবির ফার্স্টলুক। এই ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক দ্বৈপ্যন এম। ‘স্লেয়ার’ হল এমন একটি মনিস্তাত্ত্বিক থ্রিলার ছবি যা একজন ডাক্তারের উপর ভিত্তি করে তৈরি এবং কিভাবে তার জীবন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর কঠিন মোড় নেয়।
প্রধান চরিত্রে অভিনয় করছেন আরিয়ান ভৌমিক ও শুভাঙ্কি ধর। রহস্যে, থ্রিলারের মোড়কে মুক্তি পাবে এই ছবি। ছবিতে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্য ও অন্যান্যকে। পরিচালক দ্বৈপায়ন এম জানান ‘এই ছবিতে শুভাঙ্কি ও আরিয়ান কে নতুন জুটি হিসাবে দর্শক উপহার পাবে। ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে।
Advertisement
এই ছবিতে পুরোপুরি থ্রিলার মোড়কে গল্প দেখানো হবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে এই ছবি’। শুভাঙ্কির কথায়, ‘ছবিতে অন্য লুকে দর্শক আমাকে দেখতে পাবে। থ্রিলার, মার্ডার, রহস্যে এই সবকিছু নিয়ে স্লেয়ার। আরিয়ান ভৌমিকের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ।’ শ্যুটিং হয়েছে কলকাতা শহরে। ছবিতে মিউজিকের দায়িত্বে রয়েছেন প্রীতম দেব।
Advertisement
Advertisement



