• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দেশজুড়ে বাতিল এপিক কার্ডের মধ্যে রাজ্যের ৬০০

একই নম্বরে একাধিক এপিক কার্ড নিয়ে বাংলার তৃণমূল সরকার ইতিমধ্যে ঘিরে ধরেছে জাতীয় নির্বাচন কমিশন তথা দেশের শাসকদল বিজেপিকে।

একই নম্বরে একাধিক এপিক কার্ড নিয়ে বাংলার তৃণমূল সরকার ইতিমধ্যে ঘিরে ধরেছে জাতীয় নির্বাচন কমিশন তথা দেশের শাসকদল বিজেপিকে। তৃণমূলের কাছে একপ্রকার নোটি স্বীকার করেই দেশ জুড়ে ভুতুড়ে ভোটার কার্ড বা একই নম্বরে একাধিক এপিক কার্ড নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয় জাতীয় নির্বাচন কমিশন। এবার সমস্যার সমাধানে দেশজুড়ে এরকম কয়েক হাজার এপিক কার্ড বাতিল করা হল কমিশনের তরফে। সেই বাতিল কার্ডগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৬০০ এপিক কার্ড।

কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে এরকম প্রায় ১০ হাজার এপিক রয়েছে যেগুলি ধাপে-ধাপে বাতিল করা হবে।  ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এই এপিক কার্ড বাতিলের কাজ সম্পন্ন হয়ে যাবে। সম্প্রতি একই নম্বরে বিভিন্ন রাজ্যে একাধিক এপিক কার্ড পাওয়া যায়। পশ্চিমবঙ্গের বহু ভোটারের এপিক কার্ডের নম্বর দিয়ে সার্চ করে দেখা যায় একই নম্বরে এপিক রয়েছে হরিয়ানা বা গুজরাতে। এর পরই বিষয়টি নিয়ে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী সরব হতেই পথে নেমে পড়েন তৃণমূল নেতা কর্মীরা।

Advertisement

কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রতিনিধিদল। অবশেষে কমিশনের তরফে জানানো হয়, একই নম্বরে একাধিক এপিক থাকার অভিযোগ সত্য। তবে প্রত্যেকের বিধানসভা কেন্দ্র, ভোট কেন্দ্র আলাদা। একে অপরের ভোট কেন্দ্রে ভোট দেওয়া সম্ভব নয়।

Advertisement

Advertisement