এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ভাঙড়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন যুবক। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে আত্মহত্যা নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম চন্দন সাধুখাঁ। বয়স ৩৮ বছর। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কালিকাপুরের বাসিন্দা ছিলেন তিনি। কোনও স্থায়ী কাজের সঙ্গে যুক্ত ছিলেন না চন্দন। তিনি কখনও নিরাপত্তারক্ষী আবার কখনও জনমজুরের কাজ করতেন। বুধবার সকালে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। কিছুক্ষণ পর বাড়ির অদূরে মেলে যুবকের ঝুলন্ত দেহ।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রী-সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মনোমালিন্য হয় চন্দনের। উপার্জন করা টাকার অধিকাংশই মদ্যপান করে উড়িয়ে দিতেন তিনি। মনে করা হচ্ছে, ঝগড়া-অশান্তির জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন চন্দন। মৃতের একটি আট বছরের পুত্র সন্তান ও দু’মাসের কন্যা সন্তান রয়েছে।
Advertisement
Advertisement



