• facebook
  • twitter
Friday, 5 December, 2025

স্মার্ট ওপিডির শিলান্যাস ভাটপাড়ায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী স্মার্ট ওপিডি-র (আউট পেশেন্ট ডিপার্টমেন্ট) শিলান্যাস হল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী স্মার্ট ওপিডি-র (আউট পেশেন্ট ডিপার্টমেন্ট) শিলান্যাস হল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। বুধবার স্মার্ট ওপিডি-র নতুন ভবনের শিলান্যাস করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। সাংসদের ভাষায়, ‘এর পরিকল্পনা থেকে ঘোষণা সবটাই মুখ্যমন্ত্রীর, আমি কেবল তাঁর দেওয়া দায়িত্ব পালন করেছি। মুখ্যমন্ত্রীর নির্দেশ ও অনুপ্রেরণায় ব্যারাকপুর সংসদীয় এলাকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের লক্ষ্যে সাংসদ তহবিলের ২কোটি টাকা ব্যয়ে এই হাসপাতালে তৈরী হবে স্মার্ট ওপডির নতুন ভবন। রোগীর পরীক্ষা, চিকিৎসা এবং ফলো-আপ অ্যাপয়েন্টমেন্টের এই ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ প্রসঙ্গত, ভাটপাড়ার স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশা। নৈহাটি উপ-নির্বাচনের পর বড়মা-র মন্দিরে পুজো দিতে এসে নৈহাটি, ভাটপাড়ার স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে জোর দেওয়ার নির্দেশ দিয়ে সাংসদ পার্থ ভৌমিকের কাঁধে একাধিক দায়িত্ব অর্পণ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মত নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের পর এবার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের স্মার্ট ওপিডি-র নতুন ভবনের শিলান্যাস করলেন সাংসদ।

এই প্রসঙ্গেই প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং-র দিকে আঙ্গুল তুলেছেন পার্থ। তাঁর আক্রমণ, ‘এখানের বিধায়ক, পূর্বের সাংসদ এবং তাঁদের পরিবারের চিকিৎসা করাতে তাঁরা অ্যাপোলোতে যান। সামান্য সর্দি-কাশি হলেই অ্যাপোলোতে ভর্তি হয়ে যান! এদিকে ভাটপাড়ার দরিদ্র মানুষ সুচিকিৎসার অভাবে ছটফট করেন। আমি নির্বাচিত হয়ে এসেই ২কোটি টাকা হাসপাতালের জন্য বরাদ্দ করেছি, ডিজিটাল এক্স-রে মেশিন, আল্ট্রাসনোগ্রাফি মেশিনের বন্দোবস্ত করেছি। তাঁরা এতদিন কি করছিলেন?’ এরপরই সাংসদের সংযোজন, ‘ভাটপাড়ার মানুষের কাছে অনুরোধ, শান্তিতে থাকতে চাইলে আগামী ছাব্বিশের নির্বাচনে দয়া করে মমতা বন্দোপাধ্যায়কে সমর্থন করবেন।’ এদিনের শিলান্যাস অনুষ্ঠানে সাংসদ পার্থর পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক সনৎ দে, সোমনাথ শ্যাম, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, মহকুমা শাসক সৌরভ বারিক, জেলা স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত-সহ প্রমুখ।

Advertisement

Advertisement

Advertisement