ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক জওয়ানের। মৃতের নাম সুনীলকুমার মণ্ডল (৫৪)। তিনি সিআরপিএফে কর্মরত ছিলেন। মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হন পার্থপ্রতিম দে (৪৭) নামে এক জওয়ান। পুলিশ জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। চলতি মার্চ মাসে এই নিয়ে তৃতীয়বার মাওবাদী হামলা হল ঝাড়খণ্ডে।
পশ্চিম সিংভূম জেলার ছোটানাগরা থানার অন্তর্গত মারাংপোঙ্গার বনাঞ্চলে শনিবার আইইডি বিস্ফোরণ ঘটে। সেই সময় ওই এলাকায় টহল দিচ্ছিলেন স্পেশ্যাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ানেরা। এই হামলায় গুরুতর জখন হন দুই সিআরপিএফ জওয়ান। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা চলাকালীন প্রাণ হারান সিআরপিএফের সাব-ইন্সপেক্টর সুনীল।
Advertisement
গত ১৮ মার্চ ঝরাইকেলা থানা এলাকার রাধাপোদায় একই কায়দায় আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেই হামলায় সিআরপিএফের ১৩৪-তম ব্যাটালিয়নের একজন সাব-ইন্সপেক্টর আহত হয়েছিলেন। তারপর থেকে ওই অঞ্চলে জোরকদমে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। গত এক মাসে, পুলিশ এবং সিআরপিএফ পশ্চিম সিংভূমের জঙ্গলে মাওবাদীদের ৬টি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক।
Advertisement
Advertisement



