• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কৃষকদের নিয়ে সুগন্ধি ধানের কর্মশালা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে

এই প্রসঙ্গে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক মৃত্যুঞ্জয় ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে আমরা সুগন্ধি ধানের উপর গবেষণা করছি।

নিজস্ব চিত্র

পাঁচ প্রজাতির সুগন্ধি ধানের জিআই স্বীকৃতি পেয়েছে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। জিআই স্বীকৃতি পেয়েছে তুলাইপাঞ্জি, গোবিন্দভোগ, কালো নুনিয়া, কাটারি ভোগ, রাঁধুনি পাগল সুগন্ধি ধান। সেই ধানের উপর দু’দিনের কর্মশালার আয়োজন করল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়।

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ কৃষি বিপণন কর্পোরেশন লিমিটেডের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক পাত্র। ছিলেন বিশ্ববিদ্যালয়ের গবেষক থেকে অধ্যাপকরা।

Advertisement

এই প্রসঙ্গে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক মৃত্যুঞ্জয় ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে আমরা সুগন্ধি ধানের উপর গবেষণা করছি। সেই গবেষণা প্রাপ্ত জ্ঞান কৃষকদের জমিতে পৌঁছে দেওয়ার জন্য আমরা কৃষক গোষ্ঠীকে বীজ বিতরণ এবং প্রশিক্ষণ ধারাবাহিক ভাবে দিচ্ছি। তিনি আরও বলেন, তাঁদের উৎপাদিত ধানকে প্রক্রিয়াজাত করার পর চালকে কৃষকরা সরাসরি সুফল বাংলায় বিক্রি করছেন। এর ফলে উপকৃত হচ্ছেন কৃষকরা।

Advertisement

কৃষকদের সুগন্ধি ধান চাষ করার প্রয়াসের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন। এই কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন বহু কৃষক।

Advertisement