• facebook
  • twitter
Monday, 8 December, 2025

মহাকাশে পৌঁছল মাস্কের মহাকাশযান সুনীতাদের ফেরার প্রতীক্ষায় বিশ্ব

নাসা সূত্রে খবর, ভারতীয় সময় অনুযায়ী আগামী বুধবার দুপুর দেড়টা নাগাদ মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন সুনীতা ও বুচ।

প্রতিনিধিত্বমূলক চিত্র

উৎকণ্ঠা ও প্রতীক্ষার অবসান। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছে গিয়েছে ইলন মাস্কের ফ্যালকন ৯ রকেট— যার মধ্যে থাকা ক্রিউ-১০ মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। ইতিমধ্যেই তাঁদের সঙ্গে দেখা হয়েছে ৪ নভোচর অ্যান ম্যাক্লেন, নিকোল আয়ার্স, তাকুয়া ওনিশি এবং কিরিল পেসকভের। এতদিন পরে সহকর্মীদের পেয়ে উচ্ছ্বসিত সুনীতারা। মহাকাশে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় তাঁরা সকলেই ভাসছেন। ভাসতে ভাসতেই একে অপরকে জড়িয়ে ধরছেন। কেউ কেউ উচ্ছ্বাসে হাততালি দিয়ে উঠছেন। সেই ছবি ক্যামেরায় ধরা পড়েছে। ৪ নভোচরকে কাজ বুঝিয়ে ওই মহাকাশযানে চেপেই বুধবার পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন সুনীতারা।

ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে রকেটটি মহাকাশ স্টেশনে অবতরণ করেছে। গোটা প্রক্রিয়া নিরাপদে সম্পন্ন হয়েছে বলেই জানিয়েছে নাসা। তবে মহাকাশযানটির দরজা খুলতে সময় লেগেছে এক ঘণ্টা। কারণ সেখানকার পরিবেশ, সুরক্ষা, ভিতর ও বাইরের চাপ সমস্ত কিছু পরীক্ষা করতে হয়েছে। এরপর ১০টা ৩৫ নাগাদ মহাকাশযানটির দরজা খোলে। একে একে বেরিয়ে আসেন ৪ নভোচর। সকলের সঙ্গে দেখা করেছেন সুনীতা আর বুচ।

Advertisement

নাসা সূত্রে খবর, ভারতীয় সময় অনুযায়ী আগামী বুধবার দুপুর দেড়টা নাগাদ মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন সুনীতা ও বুচ। তাঁদের সঙ্গে পৃথিবীতে ফিরবেন নাসার নিক হগ এবং রাশিয়ার আলেকজান্ডার গর্বুনভ। কিছুদিন আগে এই দু’জন ড্রাগন মহাকাশযানে চেপে মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। উল্লেখ্য, গত বছরের মে মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যে মহাকাশ যানে চেপে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
এরপর পাঁচের পৃষ্ঠায়

Advertisement

Advertisement