• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এটিএমে কারচুপির অভিযোগে গ্রেপ্তার এক

এটিএমে কারচুপির অভিযোগে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ সাহিল। তিনি আনন্দপুরের গুলশান কলোনির বাসিন্দা।

এটিএমে কারচুপির অভিযোগে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ সাহিল। তিনি আনন্দপুরের গুলশান কলোনির বাসিন্দা। শনিবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ সাহিলকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে আদালতে পেশ করা হয়। তদন্তকারীদের দাবি, সাহিল প্রতারণা চক্রের মূল পান্ডা। তাঁর কাছ থেকে সাদা কাগজে লেখা একাধিক হেল্পলাইন নম্বর, তিনটি মোবাইল ফোন এবং চারটি এটিএম কার্ড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

ফেব্রুয়ারি মাসে বাঁশদ্রোণীতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার হন কয়েকজন গ্রাহক। মেশিনে কার্ড ঢোকাতেই তা লক হয়ে যায়। হেল্পলাইনে ফোন করলে তাঁদের কিছু পরামর্শ দেওয়া হয়। কিন্তু তা মেনে চলার পরে ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোটা টাকা গায়েব হতে থাকে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এটিএমের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে সাহিলের হদিশ পান তদন্তকারীরা।

Advertisement

ঠাকুরপুকুরের এটিএমেও ফাঁদ পেতেছিলেন ধৃত সাহিল। সম্প্রতি ঠাকুরপুকুরের এক বাসিন্দা স্থানীয় একটি এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন। টাকা তুলতে সমস্যা হলে তিনি হেল্পলাইন নম্বরে ফোন করেন। ওই হেল্পলাইন নম্বর ছিল প্রতারকদের। এরপর গ্রাহকের অ্যাকাউন্ট থেকে সাহিল ১ লক্ষ টাকা তুলে নেন বলে অভিযোগ। প্রতারিত ব্যক্তি পুলিশে অভিযোগ দায়ের করেন। এই ঘটনাতেও সাহিল জড়িত বলে জানতে পেরেছে পুলিশ।

Advertisement

Advertisement