• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

৫০ ডিটোনেটর, ২৯টি টাইমার-সহ জম্মু-কাশ্মীরে ধৃত হিজবুল জঙ্গি

বিপুল পরিমাণ বিস্ফোরক-সহ এক হিজবুল জঙ্গিকে গ্রেপ্তার করল উত্তর প্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) এবং জম্মু-কাশ্মীরের কাঠগড় থানার পুলিশ।

ফাইল ছবি

জম্মু-কাশ্মীরের পুঞ্চ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক-সহ এক হিজবুল জঙ্গিকে গ্রেপ্তার করল উত্তর প্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) এবং জম্মু-কাশ্মীরের কাঠগড় থানার পুলিশ। পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ এই জঙ্গির নাম উলফত হুসেন। তার মাথার দাম ছিল ২৫ হাজার টাকা। দীর্ঘ ১৮ বছর পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। শনিবার ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।

এটিএস সূত্রে খবর, ধৃত জঙ্গির কাছ থেকে একটি একে ৪৭, একে ৫৬, ২টি পিস্তল, ১২টি হ্যান্ড গ্রেনেড, ৩৯টি টাইমার, ৫০টি ডিটোনেটর, ৩৭টি ব্যাটারি, ২৯ কেজি বিস্ফোরক পদার্থ, ৫৬০টি তাজা কার্তুজ এবং ৮টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া বিস্ফোরকের পরিমাণ দেখে পুলিশের অনুমান, বড় হামলার পরিকল্পনা ছিল তাঁর। ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত পাক-অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণ নেন হুসেন।

Advertisement

২০০২ সালে চার সঙ্গী-সহ গ্রেপ্তার হয়েছিলেন হুসেন। ২০০৮ সালে জেল থেকে ছাড়া পান। তারপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। আদালতে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বার বারই হাজিরা এড়িয়েছেন তিনি। সেই কারণে বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সম্প্রতি উত্তর প্রদেশের এটিএসের কাছে খবর আসে, জম্মু-কাশ্মীরের পুঞ্চে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে হুসেনকে।

Advertisement

এরপর উত্তর প্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) কাঠগড় থানার সঙ্গে যোগাযোগ করে। তারপরই হুসেনকে ধরতে যৌথ অভিযানে নামেন উত্তর প্রদেশ এটিএস এবং কাঠগড় থানার আধিকারিকেরা। অবশেষে বিপুল পরিমাণ বিস্ফোরক-সহ গ্রেপ্তার করা হয় তাঁকে। হুসেনের খোঁজে গত ১৮ বছর ধরে তল্লাশি চালাচ্ছিল এটিএস।

Advertisement