• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জয়ের হ্যাটট্রিকের খোঁজে কোচ অস্কার ব্রুজো

হায়দরাবাদ ম্যাচে নাও খেলতে পারেন নন্দকুমার ও পি ভি বিষ্ণু

ফাইল চিত্র

পরপর তিনটি ম্যাচে জিততে মরিয়া ইস্টবেঙ্গল। আইএসএল ফুটবলে চলতি মরশুমে এখনও পর্যন্ত টানা তিনটি ম্যাচ জেতা হয়নি ইস্টবেঙ্গলের। তাই ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো বলেছেন, আমরা অনেকদিন ধরেই টানা তিনটি ম্যাচ জয়ের কথা বলছি, কিন্তু সেই সম্ভাবনার কাছে পৌঁছেও ফেরত আসতে হয়েছে। গত ম্যাচে পাঞ্জাব এফসিকে হারিয়ে আত্মবিশ্বাসী ফুটবলাররা হায়দরাবাদের বিরুদ্ধে জেতার জন্য মুখিয়ে রয়েছেন। কোনওভাবেই প্রতিপক্ষ দলকে হালকাভাবে নেওয়ার ভাবনা নেই। ভালো জায়গায় শেষ করার জন্যই হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচটা জিততে চায় ইস্টবেঙ্গল।

এটা মনে রাখতে হবে, প্রথম লেগের খেলা নয় হায়দরাবাদের সঙ্গে। তাই দ্বিতীয় লেগে চ্যালেঞ্জ জানাতে নতুন করে ছক কষছেন কোচ অস্কার ব্রুজো। হায়দরাবাদ ম্যাচে নাও খেলতে পারেন নন্দকুমার ও পি ভি বিষ্ণু। এদিকে সেলিসও এখনও পুরোপুরি ফিট নয়। তবে, গোলে ফিরেছেন দিমিত্রি দিয়ামান্তাকোস। সেই কারণেই লাল-হলুদ কোচ মনে করছেন, মেসি দলে থাকাতে অনেকটাই এগিয়ে থাকবে লাল-হলুদ ব্রিগেড। নিঃসন্দেহে দলের পয়লা নম্বর স্ট্রাইকার বলতে তিনি। তবে কোচ একথা বিশ্বাস করেন না। তিনি বলেন, প্রত্যেকেই পয়লা নম্বর খেলোয়াড়। প্রত্যেকের সম্মিলিত প্রয়াসে ম্যাচ জেতার জন্য প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। একটাই লক্ষ্য থাকবে গোল।

Advertisement

Advertisement

Advertisement