• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সামনের ম্যাচকে কোনওভাবেই হালকা চালে দেখতে চাইছেন না মোলিনা

লিগ-শিল্ড জয়ের উচ্ছ্বাসে এখনও মেতে রয়েছেন জেমি ম্যাকলারেন

প্রতিনিধিত্বমূলক চিত্র

আইএসএল ফুটবলে দুটো ম্যাচ বাকি থাকলেই লিগ-শিল্ড জয়ের কৃতিত্ব লেখা হয়ে গেছে মোহনবাগান সুপারজায়ান্টসের সাইনবোর্ডে। তার জন্য কোচ হোসে মোলিনা কোনওভাবেই আগামী দুটো ম্যাচ হালকাভাবে খেলতে চান না। তিনি স্পষ্ট জানিয়েছেন, সবুজ-মেরুন ফুটবলাররা যে মানসিকতা নিয়ে এতদিন খেলে এসেছেন, সেখান থেকে কোনওভাবেই সরে দাঁড়াবেন না। অপ্রতিরোধ্য মনোভাব নিয়ে মাঠে লড়াইয়ে নামতে হবে। আগামী দুটো ম্যাচ মোহনবাগানকে খেলতে হবে মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার বিরুদ্ধে। মুম্বই এফসি’র বিরুদ্ধেই জেসন কামিন্সরা খেলতে নামবেন পরের ম্যাচে। সেই কারণে কোচ মোলিনা খেলোয়াড়দের বলেছেন, লিগ-শিল্ড জয়ের পর আবেগকে সংযত করতে হবে।

তিনি আরও বলেছেন, আগামী দুটো ম্যাচে জিতে এই পর্বটা শেষ করতে চাই। এরপরে রয়েছে সুপার কাপ জয়ের বিষয়টি। সেই জন্য আগামী দুটো ম্যাচ প্রস্তুতি হিসেবেই দেখতে চাইছে। এবাদেও মনে রাখতে হবে, মরশুম এখনও শেষ হয়ে যায়নি। এবারে লিগ-শিল্ড জয় করার পাশাপাশি একাধিক রেকর্ড গড়ে ফেলেছে মোহনবাগান। আইএসএল ফুটবলে প্রথম দল হিসেবে মোহনবাগান ৫০ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে। এই ঘটনা আগে কোনও দল দেখাতে পারেনি। সবচেয়ে বেশি জয় পাওয়ার রেকর্ডও মোহনবাগানের পাশে লেখা হয়েছে। ১০টি হোম ম্যাচে জয় পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। পাশাপাশি, ১৪টি ম্যাচে একেবারে ক্লিনশিট। যার ফলে ভবিষ্যতে একটা নজির গড়ে রাখল মোহনবাগানের ফুটবলাররা।

Advertisement

এবারে আইএসএলে ৫০টি ম্যাচে ক্লিনশিট রাখার রেকর্ড গড়েছেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইত। ১৬টি ম্যাচ জেতার পরে কোচ মোলিনা বলেছেন, এই জয় অবশ্যই একটা ভালো দিক। এর জন্য অবশ্যই কৃতজ্ঞতা থাকবে ফুটবলারদের জন্য। অভিনন্দন জানাতে হবে ক্লাব সমর্থকদের। তাঁরা মাঠে প্রতিটি ম্যাচে উপস্থিত থেকে খেলোয়াড়দের যেভাবে উৎসাহিত করেছেন, তা অবশ্যই একটা বড় প্রাপ্তি।

Advertisement

এদিকে লিগ-শিল্ড জয়ের উচ্ছ্বাসে এখনও মেতে রয়েছেন জেমি ম্যাকলারেন। অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপার উচ্ছ্বসিত হয়ে বলেছেন, মোহনবাগানে খেলবে বলেই এখানে এসেছি। মাঠে নামার আগেই বুঝতে পেরেছিলাম, ভারতবর্ষের সবচেয়ে ঐতিহ্যশালী ক্লাব মোহনবাগান। এই দলের হয়ে খেলতে পেরে আমি নিজেও গর্ব বোধ করছি। এখন বুঝতে পারছি, লিগ-শিল্ড জয়ের পরে মোহনবাগানের দলীয় অবস্থান কোথায় রয়েছে। যে কোনও খেলায় জয়ের লক্ষ্যে আমরা প্রত্যেকে ক্ষুধার্ত হয়ে যাই। সামনে আরেকটা ট্রফি হাতছানি দিচ্ছে। তার আগে সামনের দুটো ম্যাচে ছয় পয়েন্ট পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই করব।

আগেও কোচ হোসে মোলিনা আইএসএল ফুটবলে কাপ জিতেছেন। এবারে লিগ-শিল্ড জয়ের পরে কোচ খুশির জোয়ারে ভেসে যেতে চান না। তিনি মনে করেন, সামনের দুটো ম্যাচকে গুরুত্ব দিতে হবে। কিন্তু মনে রাখতে হবে পরিবারে মা ও বাবার যেমন গুরুত্ব থাকে, ঠিক সেইভাবে প্রতিটি ম্যাচকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তার জন্য সবাইকে মানসিক দিক দিয়ে তৈরি থাকতে হবে।

Advertisement