সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে শহরের বুকে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল কোচিং সেন্টার। পুলিশের নজরে আসতেই পার্কস্ট্রিট থেকে গ্রেপ্তার করা হল ভুয়ো সেনাকর্তাকে। ধৃতের নাম শেখ নাজির হুসেন (৩৫)। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক ভুয়ো নথিসহ খাকি উর্দি।
গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার রাতে পার্কস্ট্রিট থানা এলাকার ১১ নম্বর ইলিয়ট লেনে তল্লাশি চালায় পুলিশ।সেখান থেকেই গ্রেপ্তার করা হয় নাজিরকে। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি তিন তারা যুক্ত খাকি উর্দি। বাজেয়াপ্ত করা হয়েছে ভারতীয় সেনার গোর্খা টুপি, সেনাকর্মীদের ব্যবহৃত একাধিক ব্যাচ, উচ্চ মাধ্যমিকের একাধিক শংসাপত্রসহ একাধিক সামগ্রী। উদ্ধার করা হয়েছে একটি নামফলকও। যেখানে ধৃত নিজেকে ভারতীয় সেনার ক্যাপ্টেন বলে দাবি করেছে বলে জানিয়েছে পুলিশ।
Advertisement
Advertisement
Advertisement



