• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

পয়েন্ট নষ্ট করলো ডায়মন্ড হারবার

প্রথমার্ধের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে

নিজস্ব চিত্র

আইলিগের দ্বিতীয় বিভাগের চতুর্থ ম্যাচে ডায়মন্ড হারবার ক্লাব মণিপুরের নেরোকা এফসি সঙ্গে ১-১ গোলে খেলা শেষ করল। এদিনের ম্যাচ ড্র করে ডায়মন্ড হারবার ৪ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রইল। আইলিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার জন্যই তারা কলকাতা লিগের ইষ্টবেঙ্গল এফসির বিরুদ্ধে খেলতে রাজি হয়নি। মাঠের বাইরে বিতর্কে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ফোকাস কি নষ্ট হল? এদিন তাদের হোম গ্রাউন্ড পরিবর্তন করতে হয়। তারা নৈহাটি স্টেডিয়ামের পরিবর্তে কল্যাণী স্টেডিয়ামের মাঠে নেরোকা এফসির বিরুদ্ধে ম্যাচটা খেললো। এদিন বিয়ে বাড়ির অনুষ্ঠান থাকায় নৈহাটি স্টেডিয়ামের মাঠ পাওয়া যায়নি।

খেলার ৩৭ মিনিটে জবি জাষ্টিনের মাইনাস থেকে গিরিক খোলসা গোল করে ডায়মন্ড হারবার এফসিকে ১-০ গোলে এগিয়ে দেয়। প্রথমার্ধের সংযুক্ত সময়ের শেষমুহূর্তে নেরোকা এফসির লিঙ্কি মেতাই ডা দিক থেকে ভেসে আসা এরিয়াল ক্রসে মাথা ছুঁইয়ে খেলায় সমতা ফিরিয়ে আনে। প্রথমার্ধের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে।

Advertisement

সেকেন্ড হাফে ডায়মন্ড হারবার এফসি ম্যাচে তাদের আধিপত্য বজায় রাখলেও কাঙ্খিত গোল পায়নি। দ্বিতীয়ার্ধের নেরোকা এফসি রক্ষণাত্মক খেলে গুরুত্বপূর্ণ ১পয়েন্ট সংগ্রহ করে নেয়।

Advertisement

আগামী একুশে ফেব্রুয়ারি নৈহাটি স্টেডিয়ামে ডায়মন্ড হাবড়ার এফসি বাংলার অপর দল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে মুখোমুখি হবে। ম্যারাথন লিগে এরকম লিগ টেবলে ওঠানামা থাকবে। কিন্তু ডায়মন্ড হারবার এফসিকে ওই দিন ইউনাইটেড স্পোর্টস হারিয়ে দিলে লিগ টেবলে তারা ডায়মন্ড হারবার এফসিকে টপকে যাবে।

Advertisement