নতুন আয়কর বিল নিয়ে আলোচনার জন্য লোকসভায় সিলেক্ট কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। ৩১ জনের এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পাণ্ডাকে। কমিটিতে রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই কমিটিতে রয়েছেন বিজেপির নিশিকান্ত দুবেও। ১৩ ফেব্রুয়ারি লোকসভায় নতুন আয়কর বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তারপরই নতুন বিল নিয়ে আলোচনার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে কমিটি তৈরির প্রস্তাব দেন। এরপরই নতুন কমিটি ঘোষণা করা হয় শুক্রবার। শনিবার সিলেক্ট কমিটির ৩১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নতুন আয়কর বিল পেশ করার পরই শুরু হয় বিরোধিতা। তৃণমূলের সৌগত রায়-সহ বিরোধী শিবিরের দাবি ছিল, এই বিলটি আনার মূল উদ্দেশ্য কর ব্যবস্থার সরলীকরণ হলেও নতুন আইনে আরও কর ব্যবস্থা আরও জটিল হবে। বিরোধিতার জেরে বিলের উপর আলোচনার জন্য সিলেক্ট কমিটি তৈরির প্রস্তাব দেন অর্থমন্ত্রী।
Advertisement
৩১ সদস্যের কমিটিতে ১৭ জন সদস্য এনডিএ-র। তাঁদের মধ্যে ১৪ জন বিজেপির। বিরোধী শিবিরের ১৪ জন সাংসদ রয়েছেন আয়কর বিল সংক্রান্ত সংসদীয় কমিটিতে। এছাড়াও সিলেক্ট কমিটিতে কংগ্রেসের ৬ জন, সমাজবাদী পার্টির ২ জন, ডিএমকে, তৃণমূল, শিব সেনা, এনসিপির শরদ পাওয়ার এবং আরএসপির ১ জন করে সাংসদকে রাখা হয়েছে। লোকসভার বাদল অধিবেশনের প্রথম দিনের আগেই রিপোর্ট দেবে কমিটি। জুলাই মাসের তৃতীয় সপ্তাহে বাদল অধিবেশন শুরুর সম্ভাবনা।
Advertisement
চলতি বছরের ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেদিনই নতুন আয়কর বিল আনার কথা জানিয়েছিলেন তিনি। গত সপ্তাহে প্রথা মেনে বিলে চূড়ান্ত অনুমোদন দেয় মোদীর মন্ত্রিসভা। দেশের কর ব্যবস্থাকে সরল ও আধুনিক করতে নতুন বিলটি আনা হয়েছে বলে দাবি করেছে সরকার।I নতুন বিল আইনে পরিণত হলে আয়কর রিটার্ন জমা করা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। নতুন বিলে ‘করবর্ষ’ চালু করেছে সরকার। আর্থিক বছরের সঙ্গে সামঞ্জস্য রেখে এই করবর্ষ আনা হচ্ছে।
এদিকে সিলেক্ট কমিটিতে ফের সম্মুখসমরে মহুয়া মৈত্র এবং নিশিকান্ত দুবে। ২০২৩ সালে ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় গত বছর সাংসদ পদ খারিজ হয়ে যায় মহুয়া মৈত্রর। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাঁর সাংসদ পদ খারিজ করে এথিক্স কমিটি। নতুন সরকার গঠনের পরও দুবের ছায়া পিছু ছাড়ল না মহুয়ার।
Advertisement



