• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফুটবলারদের আপত্তিতে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট বদলাতে পারে

২০২৭ সালের আগে সেই বদলের সম্ভাবনা নেই

প্রতীকী চিত্র

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চলতি মরসুমে অন্য ফরম্যাটে খেলা হচ্ছে। যার ফলে অনেক বেশি ম্যাচ খেলতে হচ্ছে দলগুলিকে। এই নিয়ে ম্যাঞ্চেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ-সহ অনেক দলই আপত্তি জানিয়েছে। যার ফলে আয়োজক উয়েফা চিন্তায় পড়ে গিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে আবার বদল আনতে পারে তারা।

আগে চারটি দল নিয়ে আটটি গ্রুপ করা হত। প্রতিটি গ্রুপের দল নিজেদের মধ্যে দু’বার করে খেলত। এ বার কোনও গ্রুপ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রতিটি অংশগ্রহণকারী দলের আট জন প্রতিপক্ষ বেছে নেওয়া হয়েছে। গ্রুপে ম্যাচও বেড়েছে অন্তত দু’টি করে। পাশাপাশি প্লে-অফে খেলতে হলে আরও দু’টি অতিরিক্ত ম্যাচ খেলতে হবে।

Advertisement

বাড়তি এই ম্যাচ নিয়েই আপত্তি জানিয়েছে অনেক বড় দল। তাতেই ফরম্যাট বদলানোর কথা ভাবছে উয়েফা। নকআউট রাউন্ডে অতিরিক্ত সময় তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে, যাতে কম মিনিট খেলতে হয়। সরাসরি পেনাল্টি শুটআউট হতে পারে সে ক্ষেত্রে। এ ছাড়া, পয়েন্ট তালিকায় নয় থেকে ২৪ নম্বরে শেষ করা যে ১৬টি দলকে প্লে-অফ খেলতে হচ্ছে, সেই নিয়মেরও বদল হতে পারে।

Advertisement

যা-ই হোক না কেন, ২০২৭ সালের আগে সেই বদলের সম্ভাবনা নেই। কারণ সেই মরসুম পর্যন্ত সম্প্রচারস্বত্ব বিক্রি হয়ে গিয়েছে অনেক আগেই। হঠাৎ করে ফরম্যাট বদল করে ম্যাচের সংখ্যা কমানো হলে তা সম্প্রচারকারী সংস্থা মানবে না। তাই চলতি মরশুমে বদলানোর কথা বলা হচ্ছে না।

সম্প্রতি অতিরিক্ত ম্যাচ খেলা নিয়ে ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিওলা বলেছিলেন, “প্রিমিয়ার লিগে প্রতিটি দলকে একে অপরকে দু’বার করে খেলতে হয়। সেটাই চলে আসছে। সেই কঠিন সূচির মধ্যে রিয়াল মাদ্রিদের মতো দলের বিরুদ্ধে প্লে-অফে খেলা নিঃসন্দেহে আরও কঠিন। সূচির দিকে নজর দেওয়া উচিত।” অতীতে ম্যান সিটির ফুটবলাররা হয়তো ধর্মঘটে যেতে পারেন বলে হুমকি দিয়েছেন। আসলে নিয়ম পরিবর্তন হলে তার জন্যে সময়ের দরকার হয়। রাতারাতি সেই নিয়ম বদলে গেলে স্বাভাবিকভাবে খেলোয়াড়দের চাপ সৃষ্টি হয়। এখন দেখার বিষয় আয়োজক উয়েফা কমিটি কি সিদ্ধান্ত নেয়।

Advertisement